পুলিশের গাড়িতে বেমক্কা ধাক্কাই কাল হল, হাজার কোটির ড্রাগ সমেত শ্রীঘরে গেল চালক

একেই বলে বোধহয় কপালের নাম গোপাল। নাহলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তখন কতক্ষণে হাজার কোটির ড্রাগ নিয়ে পালাবে তা নয়, উল্টে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে শ্রীঘরে যেতে হল।

এই সেই গাড়ি(Photo Credit: Facebook)

সিডনি, ২৩ জুলাই: একেই বলে বোধহয় কপালের নাম গোপাল। নাহলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তখন কতক্ষণে হাজার কোটির ড্রাগ নিয়ে পালাবে তা নয়, উল্টে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে শ্রীঘরে যেতে হল। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির কাছে ইস্টউড থানা চত্বরে। থানার একটি গাড়িতে বেমক্কা ধাক্কা মেরে সাদা রঙের টয়োটা ভ্যানটি পালিয়ে যায়। ততক্ষণে ধাতব শব্দে পুলিশকর্মীরা থানার বাইরে বেরিয়ে এসেছেন। পরে  সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিধরা পড়তেই উদ্ধার হয় হাজার কোটির ড্রাগ। আরও  পড়ুন-গঙ্গাদর্শনে এসে তলিয়ে যাচ্ছে যুবক, হিরোর মতো ঝাঁপিয়ে উদ্ধার পুলিশের(দেখুন ভিডিও)

ইতিমধ্যেই উদ্ধার হওয়া মাদক সিজ করার পাশিপাশি ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ২৭৩ কেজি মেথামফেটামাইনস। এই মাদকের দাম প্রায় ২০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৬৫ কোটি ৩৬ লক্ষ ৬৫ হাজার টাকা। কিন্তু ভ্যানচালক কেন ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আচমকা ধাক্কা মারল তা জানা যায়নি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

ইথল স্ট্রিটের ইস্টউড থানার পুলিশ জানিয়েছে, ওই দিন বেলা এগারোটা নাগাদ রাইডের চার্চ স্ট্রিট এলাকায় পুলিশের হাতে ভ্যানটি ধরা পড়ে যায়। কে বা কারা ওই মাদক কোথায় পাচার করছিল তা এখনও জানা যায়নি। চালককে জেরা করলেই মাদক চক্রের মাথাদের হদিশ মিলতে পারে বলে মনে করচে পুলিশ। তবে এই মুহূর্তে চালকের পরিচয় তদন্তের স্বার্থেই গোপন রাখা হয়েছে।