Mummies With Gold Tongues: মিশরে খোঁজ মিলল সোনার জিভ লাগানো একাধিক মমির!

বিশেষজ্ঞরা মনে করছেন, মমিগুলি যখন পিরামিডের মধ্যে সমাধিস্থ করা হচ্ছিল তখনই তাদের মুখ থেকে আসল জিভ বাদ দিয়ে সোনার জিভ লাগানো হয়েছিল।

(Photo Credits: ANI/ Twitter)

কায়রো: মিশরে (Egypt) সোনার জিভ (gold tongue) লাগানো একাধিক মমি (Mummies) খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা (Archaeologists)। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই উৎসাহী হয়ে পড়েছেন গোটা বিশ্বের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা। বিষয়টি ইতিহাস পর্যালোচনার নতুন দিক খুলে দেবে বলেই মনে করছেন তাঁদের মধ্যে অনেকে।

মার্কিন সংবাদসংস্থা নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, মিশরের রাজধানী কায়রো (Cairo) থেকে ৪০ মাইল উত্তরে অবস্থিত নীল নদীর মধ্যাঞ্চলের ডেল্টা (Central Nile Delta) এলাকায় অবস্থিত কিইউসিনিয়া নেক্রোপলিশ (Quweisna necropolis) থেকে ৩০০ ও ৬৪০ খ্রীস্টপূর্ব শতকের কিছু মমি উদ্ধার করেছেন মিশরের প্রত্নতাত্ত্বিকরা। ওই মমিগুলির মুখে সোনার জিভ লাগানো রয়েছে বলে জানা গেছে। তবে মমিগুলির অবস্থা খুবই খারাপ রয়েছে।

মিশরের সুপ্রিম কাউন্সিল অফ আর্কিওলজির (Supreme Council for Archeology) সেক্রেটারি-জেনারেল (secretary general) ড: মুস্তাফা ওয়াজিরি (Dr: Mustafa Waziri) এসম্পর্কে একটি প্রেস বিবৃতি বের করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে, বিশেষজ্ঞরা ওই এলাকায় থাকা পিরামিডগুলিতে অনুসন্ধান চালানোর সময় অনেকগুলি মমি খুঁজে পান। যাদের মুখে মানুষের জিভের মতো দেখতে সোনার চিপ লাগানো রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মমিগুলি যখন পিরামিডের মধ্যে সমাধিস্থ করা হচ্ছিল তখনই তাদের মুখ থেকে আসল জিভ বাদ দিয়ে সোনার জিভ লাগানো হয়েছিল। কারণ সেইসময়ের মিশরে বসবাসকারী মানুষরা মনে করতেন, এই জিভের মাধ্যমে মৃত ব্যক্তিরা পাতাললোকের ভগবান (Lord of Underworld) ওসিরিসের (Osiris) সঙ্গে কথোপকথন করতে সক্ষম হবেন।