Viral News: ড্রাইভিং পরীক্ষায় গিয়ে পোস্টে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে দিলেন চালক মহিলা

দেখে মনে হবে কোনো কমেডি শোয়ের জন্য গাড়ি চালানো হচ্ছে। গাড়ি একেবার এদিক, তো ওদিক করে হেলেদুলে চলছে। দেখে মনে হচ্ছে এই বোধহয় ধাক্কা লাগবে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

দেখে মনে হবে কোনো কমেডি শোয়ের জন্য গাড়ি চালানো হচ্ছে। গাড়ি একেবার এদিক, তো ওদিক করে হেলেদুলে চলছে। দেখে মনে হচ্ছে এই বোধহয় ধাক্কা লাগবে। শেষ অবধি কোনওরকমে কতগলো বাঁক কাটিয়ে সোজা এক ল্যাম্পপোস্টে ধাক্কা দিয়ে গাড়িটা গেল উল্টে। এমনই ভিডিয়ো দেখা গেল আর্জেন্টিনার লানুসে এক ড্রাইভিং টেস্টে।

৬৩ বছরের এক মহিলা গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছিলেন। মেসির দেশের সেই মহিলাকে এরপর ড্রাইভিং টেস্টের জন্য ডেকে পাঠানো হয়। শেষে দেখা যায় তাঁর গাড়ি চালানোর ভয়াবহ নমুনা। প্রতিটি মোড়, প্রতিটা বাঁকে নিয়ন্ত্রণহীন হয়ে শেষে সজোরে একটা ল্যাম্পপোস্টে ধাক্কা দিয়ে গাড়িটা উল্টে দুর্ঘটনায় পড়লেন ৬৩ বছরের সেই মহিলা। আরও পড়ুন-সমুদ্রে সাঁতার কাটার সময় আচমকা শার্কের আক্রমণে মৃত পর্যটক, ধরা পড়ল ক্যামেরায়, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

বরাত জোরে অবশ্য তিনি খুব বেশী জখম হননি। পুরো ঘটনাটা ধরা পড়ে ড্রাইভিং টেস্ট সেন্টারের সিসি ক্য়ামেরায়। মহিলাকে ড্রাইভিং লাইসেন্স আগামী ৬ মাস দেওয়া হবে না বলে জানা গিয়েছে।

A 63-year-old woman who struck several curbs and crashed straight into a lamppost during her driving test, causing the vehicle to flip in Lanus, Argentina on 7 June 2023

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now