China Car Accident: চিনে গাড়ির ধাক্কায় শূন্যে উড়ছেন পথচারীরা, দেখুন দুর্ঘটনাস্থলের ভয়াবহ ভিডিয়ো

সজোরে আসা একটি গাড়ির ধাক্কায় শূন্যে উঠে রাস্তার ধারে পড়ল পড়ল পথচারীরা। মারাত্মক এই দুর্ঘটনার ফলে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। জখম হয়েছেন ১৩ জন।

Photo Credits: Twitter

গুয়ানঝাউ: সজোরে আসা একটি গাড়ির ধাক্কায় শূন্যে উঠে রাস্তার ধারে পড়ল পড়ল পথচারীরা (Pedestrians Flung Into Air)। মারাত্মক এই দুর্ঘটনার ফলে মৃত্যু (Death) হল কমপক্ষে পাঁচ জনের। জখম হয়েছেন ১৩ জন। বুধবার ঘটনাটি ঘটেছে চিনের (China) উত্তরপ্রান্তে অবস্থিত গুয়ানঝাউ (Guangzhou) শহরের একটি এলাকার দুটি রাস্তার সংযোগস্থলে। এই ঘটনায় গুয়ানডঙ্গ (Guangdong) এলাকার বাসিন্দা ২২ বছরের এক যুবককে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে। এদিকে এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই আঁতকে উঠছেন নেটিজেনরা।

দেখুন ভিডিয়ো: