Cigarettes Expire: সিগারেট কি মেয়াদ উত্তীর্ণ হয়? জেনে নিন
প্রতিবছর ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ড পার্টনাররা বিশ্ব তামাক বিরোধী দিবস (WNTD) উদযাপন করে।
কলকাতা: প্রতিবছর ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ড পার্টনাররা বিশ্ব তামাক বিরোধী দিবস (WNTD) উদযাপন করে। তামাক ব্যবহারের ক্ষতিকারক ও মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো ও তামাকের ব্যবহার কম করানোর উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় ।
১৯৮৮ সালের ৭ এপ্রিল দিনটিকে প্রথম বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালন করার জন্য ১৯৮৭ সালের ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রস্তাব পাস করে। এরপর প্রতি বছর ৩১ মে দিনটিকে বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)- এর তথ্য অনুযায়ী, প্রতিবছর তামাক সেবনের কারণে প্রায় ৬ মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়। বিশ্বের ১.৩ বিলিয়ন তামাক সেবকদের মধ্যে ৮০ শতাংশ ব্যক্তি নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করে।
সিগারেট কি মেয়াদ উত্তীর্ণ হয়?
সিগারেটের মেয়াদ শেষ হওয়ার কোনও তারিখ নেই। কিন্তু নতুন প্যাকেট খোলার পর বাতাসের সংস্পর্শে এলে তা বেশিদিন পর্যন্ত ঠিক থাকে না। তবে প্যাকট খোলা না হলে তৈরির দিন থেকে দু’বছর পর্যন্ত ঠিক থাকে।