Virat Kohli: সময় যেমনই যাক প্রায় ৭০ লক্ষ টাকার ঘড়ি হাতে বিরাট কোহলি-র 'পারফেক্ট টাইম'

বেশ কয়েকটা মাস টানা সফরের পর এখন সাময়িক বিশ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল শেষ করেই কোহলি বিশ্বকাপে খেলতে চলে গিয়েছিলেন। সেখানে দীর্ঘ বিশ্বকাপের পরই কোহলিকে ছুটতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের সফরে খেলবেন না বলে জল্পনা থাকলেও, বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর কোহলি ওয়েস্ট ইন্ডিজে তিন ধরনের ফর্ম্যাটেই খেলেন। এখন ছুটিতে কোহলি একেবারে হাল্কা মেজাজে।

সেই দামি ঘড়ি হাতে বিরাট কোহলি। (Photo Credits: Instagram/ Virat Kohli)

মুম্বই, ৮ সেপ্টেম্বর: বেশ কয়েকটা মাস টানা সফরের পর এখন সাময়িক বিশ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএল শেষ করেই কোহলি বিশ্বকাপে খেলতে চলে গিয়েছিলেন। সেখানে দীর্ঘ বিশ্বকাপের পরই কোহলিকে ছুটতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের সফরে খেলবেন না বলে জল্পনা থাকলেও, বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর কোহলি ওয়েস্ট ইন্ডিজে তিন ধরনের ফর্ম্যাটেই খেলেন। এখন ছুটিতে কোহলি একেবারে হাল্কা মেজাজে।

ইনস্টাগ্রামে রেকর্ড সংখ্যক ফলোয়ার থাকা কোহলি আজ পোস্ট করলেন তাঁর দারুণ এক ছবি। ছবি-র মাধ্যমে অবশ্য বিজ্ঞাপনও সাড়া হয়ে গেল। কোহলি 'রোলেক্স' সুইস লাক্সারি ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। রোলেক্সের স্পেশাল কালেকশন- রেনবো ঘড়ি  ( Rolex Daytona Rainbow Watch) হাতে কোহলি ইনস্টা পোস্ট সারলেন। ঘড়ির সঙ্গে ভারত অধিনায়কের ট্যাটু-র ছবিও নজর কাড়ল। আরও পড়ুন- সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম কানাডিয়ান হিসাবে গ্র্যান্ডস্লাম জিতলেন ১৯ বছরের বিয়াঙ্কা আন্দ্রেস্কু

ক দিন আগেই স্টিভ স্মিথ তাঁর টেস্টে এক নম্বর ব্যাটসম্যানের সিংহাসন কেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটের সিরিজই অনায়াসে জিতলেও, বিশ্বকাপে হারের ক্ষতটা এখনও তাজা। তাই কোহলির সময় যেমনই যাক, ঘড়ির দাম কিন্তু বেশ দামী।

 

View this post on Instagram

 

👀💫

A post shared by Virat Kohli (@virat.kohli) on

বিরাট কোহলির হাতে থাকা Rolex Daytona Rainbow Watch-র দাম ভারতীয় মুদ্রায় এখন ৬৯ লক্ষ ১০ হাজার টাকার মত। একেবারে ওয়াটারপ্রুফ। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড ভাঙা বিরাট কোহলি এখন দেশের বিজ্ঞাপনের বাজারেও সেরা আছেন। রোজগারের বিষয়ে কোহলি দেশের সেরা ক্রীড়াবিদ তো বটেই, এমনকি বিশ্বের সেরা অর্থবান ক্রীড়াবিদদের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আছেন। তাই তাঁর ৬৯ লক্ষ টাকার ঘড়ি পরার ক্ষমতা আছে। এবার দামি ঘড়িতে কোহলির সময়টাও আরও ভাল যাক, সেদিকেই তাকিয়ে দেশের ক্রীড়ামহল।