IRCTC Durga Puja Tour Package : দুর্গা পুজোর রেলের বিশেষ ট্যুর, সুখবর আপনার জন্য

বাংলার ভ্রমণপিপাসু মানুষদের জন্য সুখবর।এবার দুর্গাপূজায় কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত পূজা ট্যুর প্যাকেজ চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।

কলকাতা: বাংলার ভ্রমণপিপাসু মানুষদের জন্য সুখবর।এবার দুর্গাপূজায় কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত পূজা ট্যুর প্যাকেজ চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।

রাজস্থানে যাওয়ার বিশেষ ট্যুরিস্ট ট্রেনটি এবছর ২০ অক্টোবর কলকাতা থেকে ছাড়বে৷  IRCTC সূত্রে খবর, ট্যুরিস্ট ট্রেনটি কলকাতা- ব্যান্ডেল জং- বর্ধমান- দুর্গাপুর- আসানসোল- ধানবাদ- গোমোহ- পরশনাথ- হাজারিবাগ রোড সহ বিভিন্ন স্টেশনে বোর্ডিং এবং ডিবোর্ডিং সুবিধা প্রদান করবে।

‘ভারত শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগের অধীনে IRCTC-এর সঙ্গে রেল মন্ত্রক বিভিন্ন থিম-ভিত্তিক সার্কিটে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি পরিচালনা করছে৷ বিশেষ ট্যুর ট্রেন প্যাকেজটি আজমির, উদয়পুর, চিতোরগড়, আবু রোড, যোধপুর, জয়সালমের, বিকানের এবং জয়পুরের মতো বিখ্যাত পর্যটন স্থানগুলি কভার করবে।

ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের মাথাপিছু খরচ হবে- ইকোনমি ক্লাসের জন্য ২০,৬৫০ টাকা, স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য ৩০,৯৬০ টাকা এবং কমফোর্ট ক্লাসের জন্য ৩৪,১১০ টাকা। আরও পড়ুন : Indian Railways: প্রবীণ নাগরিকদের ছাড় তুলে দিয়ে রেলের বার্ষিক আয় ২ হাজার ২৪২ কোটি টাকার