Sisters' Day 2022 Wishes: সিস্টার্স ডে'তে বোন ও দিদিকে কে স্নেহ,ভালোবাসা, প্রণাম জানিয়ে পাঠিয়ে দিন এই শুভেচ্ছাপত্রগুলি, শেয়ার করুন ফেসবুক, টুইটার মেসেঞ্জারে

Photo Credit_Latestly Media.com

আজ বোন দিবস (Sisters' Day)। সারা দেশে ভাইদের জন্য পালিত হয় ভ্রাতৃ দ্বিতীয়া, রাখি বন্ধন উৎসব। তবে বোনেদের জন্য ঘটা করে কোনও উৎসব পালন হয় না। তাই বিশ্বের অন্যান্য দেশের মত ভারতবর্ষেও  এখন পালিত হচ্ছে সিস্টার্স ডে বা বোন দিবস। শৈশব থেকে খুনসুটি, হাসি, মজা, ঠাট্টা, আদর, সুখ দুঃখে ভাইদের ভাগীদার হয় বোন বা দিদি। স্নেহ মাখা অটুটু বন্ধনের সম্পর্ক হল ভাই-বোনের সম্পর্ক।

বাবা, মায়ের বকা ঝকা, মারের হাত থেকে বাঁচাতে দিদি বা বোনেদের গুরুত্ব কিন্তু অপরিসীম। যেকোনও বিপদের রক্ষক  তাঁরা। ঝগড়া ঝাটি ভাবের সঙ্গী। প্রতিটা জিনিসে ভাগাভাগি আর সেই থেকে ঝগড়ার সঙ্গী হন দিদি বা বোনেরা।  অগাস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় সিস্টার ডে।এই বছর সেই দিনটি হল আজ ৭ই অগাস্ট। এই দিনটিতে আপনার দিদি বা বোনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানান। আর সিস্টার্স ডে'তে শেয়ার করে নিন (Sisters' Day 2022) লেটেস্টলি বাংলার (LatestLY Bangla)  বানানো এই শুভেচ্ছাপত্রগুলি।

Photo Credit_Latestly Media.com
Photo Credit_Latestly Media.com
Photo Credit_Latestly Media.com
Photo Credit_Latestly Media.com
Photo Credit_Latestly Media.com