Shab-E-Barat 2024 Bengali Wishes: আজ শব-ই বরাত উপলক্ষে প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা,

শব -ই বরাতের চাঁদ দেখে পবিত্র শাবান মাসের সূচনা হয়। আজ সন্ধ্যায় দেখা যাবে শাবান মাসের চাঁদ। শব-ই বরাত বা লাইলাতুল বরাত (Shab-e Barat 2024 Wishes) হল ক্ষমা চাওয়ার রাত। এই বিশেষ রাতে মহান আল্লাহর দরবারে নামাজ আদায় করে আপনার জীবনের নানা কৃতকর্মের জন্য যে পাপ হয়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিন। এই বিশেষদিনে বান্দাবান্দিদের শূন্য হাতে ফেরানো হবে না, এমনটাই মনে করা হয়। ইবাদতের রাত, যতক্ষণ পারেন নামাজ পড়ুন, দোয়া করুন।

গহীন কবরবাসী হয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা রাত হল এই শব-ই বরাতের রাত। এই বিশেষ পবিত্র রাতে প্রিয়জনদের শেয়ার করুন শব-ই বরাতের শুভেচ্ছা।