Sexual Health Awareness: ঘনিষ্ঠতার মুহূর্তে সঙ্গীকে গাঢ় চুম্বনে ডেকে আনছেন না তো 'মহা বিপদ'? সতর্ক থাকুন
ঘনিষ্ঠতার সময়ে এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে কী করবেন? সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে যাওয়ার আগে তাঁর সঙ্গে শারীরিক এবং মানসিক বিষয় নিয়ে কথা বলুন। শরীর সুস্থ রেখে কীভাবে শারীরিক সম্পর্কে যাওয়া যায়, সে বিষয়ে সুস্থভাবে আলোচনা করুন একে অপরের সঙ্গে।
সঙ্গীকে (Partner) চুম্বন করছেন? ঘনিষ্ঠ মুহূর্তে সঙ্গীকে চুম্বন করতে গিয়ে অসতর্কভাবে নিজের বিপদ ডেকে আনছেন না তো? সম্প্রতি এক গবেষণার পর এমনই কিছু বিষয় নিয়ে সতর্কতা ছড়ানোর কাজ শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, ঘনিষ্ঠতার সময় অসর্তভাবে চুম্বন (Kissing) করলে মুখে হারপিসের মত সমস্যা দেখা দিতে পারে। আবার কোনও কোনও সময়ে সিফিলিস জাতীয় রোগ দেখা দিতে পারে।
ঘনিষ্ঠতার সময়ে এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে কী করবেন? সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে যাওয়ার আগে তাঁর সঙ্গে শারীরিক এবং মানসিক বিষয় নিয়ে কথা বলুন। শরীর সুস্থ রেখে কীভাবে শারীরিক সম্পর্কে যাওয়া যায়, সে বিষয়ে সুস্থভাবে আলোচনা করুন একে অপরের সঙ্গে।
একে অপরকে চুম্বনের সময় মুখের ভিতরে ফোস্কা পড়তে পারে। ওই ফোস্কার জেরে মুখ কিংবা যৌনাঙ্গে দেখা দিতে পারে সমস্যা। ফোস্কা পড়লে তা স্পর্শ করে কিংবা বিনা স্পর্শে সংক্রমণ ছড়াতে পারে। যার ফলে দেখা দিতে পারে হারপিস অর্থাৎ HSV2-এর মত রোগ। HSV2 ছড়ায় মূলত যৌন সম্পর্কের দরুণ। যৌন সংশ্রবের ফলেই একমাত্র HSV2 ছড়াতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।
হারপিসের পাশাপাশি সিফিলিসও কামড় বসাতে পারে আপনার শরীরে। গাঢ় চুম্বনরে জেরে ছড়াতে পারে সিফিলিস। এই রোগের জেরে জ্বর, মাথা যন্ত্রণা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মস্তিষ্কের কাজ বন্ধ হয়ে যাওয়া, মাথায় টাক পড়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয়।
কীভাবে এই রোগ থেকে মুক্তি পাবেন?
ঘনিষ্ঠতার আগে সঙ্গীর সঙ্গে এ বিষয়ে খোলাখুলি কথা বলুন। সতর্কতা অবলম্বন করুন। অনেকটা সময় ধরে গাঢ় চুম্বন করলে যদি সমস্যা হয়, তাহলে নিরোধ ব্যবস্থা করুন। ডেন্টাল গামের মাধ্যম হারপিস কিংবা সিফিলিসের সংক্রমণ থেকে রক্ষ পেতে পারেন আপনি।
চুম্বন থেকে যদি কখনও কোনও শারীরিক সমস্যা হয়, তাহলে সঙ্গীর উপর দোষারোপ করবেন না। শান্ত মাথায় সঙ্গীর সঙ্গে কথ বলে চিকিৎসকের পরামর্শ নিন।
(সচেতনতার জন্য এই নিবন্ধটি লেখা হয়েছে। গুরুতর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।)