Ramadan 2023 Time Table: শনিবার রমজানের দ্বিতীয় দিন সেহরি এবং ইফতারের সময় কলকাতা, দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে

শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। গোটা দেশের বিভিন্ন জায়গার মুসলিমরা রোজা সহ রমজান মাসের নানা ধর্মীয় আচার পালন করছেন।

Ramadan moon (File Credit)

শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। গোটা দেশের বিভিন্ন জায়গার মুসলিমরা রোজা সহ রমজান মাসের নানা ধর্মীয় আচার পালন করছেন। আজ, শুক্রবার রমজান মাসের প্রথম দিন পালিত হল। আগামিকাল, শনিবার ২৫ মার্চ রমজান মাসের দ্বিতীয় দিন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়া, জল পান করেন না তাঁরা। দিনের শুরুতে উপবাস শুরু হয়, তাকে বলে সেহরি। দেশের বিভিন্ন প্রান্তে সেহরির সময় আলাদা আলাদা হয়। আবার সন্ধ্যায় ইফতার থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত খেতে পারেন তাঁরা। আরও পড়ুন-

রমজান মোবারক-এর বাংলায় শুভেচ্ছা বার্তা শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে

সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করে সেহরি ও ইফতারের সময়। আগামিকাল, শুক্রবার রমজানের দ্বিতীয় দিনে সেহরি ও ইফতারের সময় কোথায় কখন হবে।

আসুন দেখে নেওয়া যাক দেশের কোন শহরে কোন সময় সেহরি ও ইফতার শুরু হচ্ছে---

সেহরি এবং ইফতারের সময়: কলকাতা, ২৫ মার্চ:

Iftar Timings for Srinagar on March 25 Kolkata

রোজা ২: শেহরির সময়- ভোর ৪.২১টা। ইফতারের সময়- সন্ধ্যা ৫.৫০টা।

সেহরি এবং ইফতারের সময়: মুম্বই, ২৫ মার্চ:

রোজা ২: শেহরির সময়- ভোর ৫.২৫টা। ইফতারের সময়- সন্ধ্যা ৬.৫২টা।

সেহরি এবং ইফতারের সময়: দিল্লি, ২৫ মার্চ:

রোজা ২: শেহরির সময়- ভোর ৫.০০টা। ইফতারের সময়- সন্ধ্যা ৬.৩৬টা।

সেহরি এবং ইফতারের সময়: লখনৌ, ২৫ মার্চ:

রোজা ২: শেহরির সময়- ভোর ৪.৪৭টা। ইফতারের সময়- সন্ধ্যা ৬.৪৭টা।

সেহরি এবং ইফতারের সময়: চেন্নাই, ২৫ মার্চ:

রোজা ২: শেহরির সময়- ভোর ৪.৫৮টা। ইফতারের সময়- সন্ধ্যা ৬.২১টা।

সেহরি এবং ইফতারের সময়: হায়দরাবাদ, ২৫ মার্চ-

রোজা ২: শেহরির সময়- ভোর ৫.০৪টা। ইফতারের সময়- সন্ধ্যা ৬.২৯টা।