বাইক চালকদের নিরাপত্তার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু, এই হেলমেট দীর্ঘক্ষণ পরে থাকলে অনেক সময় চালকদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। বর্তমান যুগে বায়ু দূষণের ফলে বাইক চালকরা নানাবিধ অসুবিধার সম্মুখীন হন।

দিল্লি-ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা সিলোজ টেকনোল্যাব – এর প্রতিষ্ঠাতারা এই সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ হেলমেট উদ্ভাবন করেছেন। এর সাহায্যে বাইক চালকরা বিশুদ্ধ বাতাস পাবেন। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী অমিত পাঠক জানান, লক্ষ লক্ষ বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোর সময় দূষিত বাতাসের সম্মুখীন হতে হয়। মূলত, যানবাহনের থেকেই নির্গত দূষিত বাতাসের তাঁদের নানারকম সমস্যা দেখা দেয়।

এই সমস্যার সমাধানের জন্য সিলোজ টেকনোল্যাবের উদ্ভাবিত হেলমেটটিতে একটি ব্রাশলেস ডিসি ব্লোয়ার ফ্যান, দূষিত বাতাসকে বিশুদ্ধ বাতাসে পরিণত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিল্টার, বৈদ্যুতিন একটি সার্কিট এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। হেলমেটটিকে কখন পরিষ্কার করতে হবে, তা বোঝানোর জন্য সেখানে একটি ব্লু টুথ ব্যবহারোপযোগী অ্যাপ-ও থাকছে।

দেড় কেজি ওজনের এই হেলমেটের মূল্য ধার্য করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। দেশের যে কোনও স্থানে এই হেলমেট পাওয়া যাবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আর্থিক আনুকূল্যে উদ্ভাবিত এই হেলমেটটির প্রাথমিকভাবে নয়ডার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এন্টারপ্রিনিওর পার্কে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। বর্তমানে এই হেলমেটের বাণিজ্যিক উৎপাদনের জন্য সিলোজ, রয়্যাল এনফিল্ড মোটর সাইলেকস্‌ – এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Delhi Pollution: ফের বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি, বায়ুদূষণের তালিকায় তৃতীয়তে রয়েছে ভারতের নাম

Bangkok Declares Emergency: দূষণের জেরে ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা, কর্মীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান

Mumbai-Delhi Relocation Survey: প্রবল বায়ু দূষণ, দিল্লি, মুম্বইয়ের ৬০% মানুষ শহর পালটে থাকতে চান

Delhi Air Pollution, CWC 2023: দিল্লিতে অতিরিক্ত দূষণ, বিশ্বকাপের ম্যাচ প্রস্তুতি বাতিল বাংলাদেশ দলের

Bangkok Pollution: বায়ুদূষণে ক্ষতিকারক ধোঁয়াশায় ঢেকেছে ব্যাঙ্কক, ২ লক্ষাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে

Mumbai Air Quality: দিল্লির থেকেও বেশি বায়ু দূষণের শিকার মুম্বই!

Delhi: ইলেকট্রিক বাসে ছেয়ে যাচ্ছে দিল্লির রাস্তা, রাজধানীতে ১৫০ ই-বাসের উদ্বোধন কেজরিওয়ালের

Delhi Pollution: মুখ ঢেকে যায় লজ্জার দূষণে! টানা দু বছর বিশ্বের দূষিততম শহর হল দিল্লি