Chappal Meaning in India: চপ্পল মানেই জুতোপেটা! গুগলের উত্তর শুনলে ফিরে যেতে পারেন শৈশবে

ছোটবেলায় দুষ্টুমি করলেই কপালে জুটত মার! তবে এ ঘটনা এখনকার নয়। অন্তত ১০-১৫ বছর আগেকার কথা। বাবার চোখ রাঙানি যথেষ্ট হলেও মায়ের হাতের মার একটাও মাটিতে পড়ত না। শুধু হাত কেন! হাতের সামনে যা জুটত তাই-ই তীব্র বেগে ছুটে আসত। এ ছবি সকলেরই অত্যন্ত পরিচিত। রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ঘরের টুকটাক সব জিনিসই হয়ে উঠত মায়ের 'অস্ত্র'। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল জুতো। ছোটবেলার সেই কথাই যেন আজ চোখের সামনে তুলে ধরল গুগল ট্রান্সলেটর। ভাবছেন কেন বলছি? নিজেই স্বচক্ষে দেখে নিন সেটি। Chappal কথাটি লিখলেই তার মানে দাঁড়াচ্ছে "a device used by Indian parents for reshaping their kids for a better tomorrow." মানেটা ভীষণ হাস্যকর হলেও একেবারেই খাঁটি কথা।

জুতো শব্দের মানে। (Photo Credits: Facebook)

ছোটবেলায় দুষ্টুমি করলেই কপালে জুটত মার! তবে এ ঘটনা এখনকার নয়। অন্তত ১০-১৫ বছর আগেকার কথা। বাবার চোখ রাঙানি যথেষ্ট হলেও মায়ের হাতের মার একটাও মাটিতে পড়ত না। শুধু হাত কেন! হাতের সামনে যা জুটত তাই-ই তীব্র বেগে ছুটে আসত। এ ছবি সকলেরই অত্যন্ত পরিচিত। রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ঘরের টুকটাক সব জিনিসই হয়ে উঠত মায়ের 'অস্ত্র'। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল জুতো। ছোটবেলার সেই কথাই যেন আজ চোখের সামনে তুলে ধরল গুগল ট্রান্সলেটর। ভাবছেন কেন বলছি? নিজেই স্বচক্ষে দেখে নিন সেটি। Chappal কথাটি লিখলেই তার মানে দাঁড়াচ্ছে "a device used by Indian parents for reshaping their kids for a better tomorrow." মানেটা ভীষণ হাস্যকর হলেও একেবারেই খাঁটি কথা।

Chappal meaning (Photo Credits: Google Screenshot)

সাধারণ কথায়, চপ্পলের মানে কী হতে পারে? একজোড়া জুতো। যা সাধারণত চামড়ার হয়ে থাকে। কিন্তু কেউ মজার খাতিরে চপ্পলের মানেই বদলে দিয়েছেন। হয়তো নিজের অভিজ্ঞতা শেয়ার করতেই। তবে এই বিষয়টির মজা আপনি তখনই পাবেন, যদি আপনারও ছোটবেলাটা ঠিক এভাবেই কেটেছে। হয়তো কিছু সুন্দর স্মৃতিও মনে পড়ে যেতে আপনার। তবে আপনার বাড়ির চৌহদ্দি পেরিয়ে এখন গুগলও জেনে গেল আপনার মনের আসল কথা। তবে এই বিষয়টি জানাজানি হতেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয় বেশ কিছু মজাদার মিম। তারই একঝলক রইল-