IPL Auction 2025 Live

Mobile Phone In Toilet: শৌচাগারে মোবাইল নিয়ে যান? সাবধান, ভয়ঙ্কর প্যাথোজেন্সে আক্রান্ত হতে পারেন আপনি

আপনি যখন কোমডে বসছেন, সেই সময় একাধিক জীবাণু সেখানে ঘোরাফেরা করে। যা আপনার হাতে, মুখে, নখে প্রবেশ করে। আপনি যদি শৌচাগারে মোবাইল নিয়ে যান, তাহলে ফোনের স্ক্রিনে প্রবেশ করে সেই জীবাণু।

Using Mobile In Toilet (Photo Credit: File Photo)

শৌচাগারে যেতে গিয়ে অনেকেই টুক করে মোবাইল ফোন নিয়ে নেন। শৌচাগারে যখন সময় কাটাতেই হচ্ছে, তখনও মুঠো ফোনকে সঙ্গী করে  অনেকে দরজা বন্ধ করেন। শৌচাগারে যাওয়ার সময় মুঠো ফোনকে সঙ্গী যাঁরা করেন, তাঁরা অজান্তেই নিজেদের ক্ষতি করছেন। সম্প্রতি এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এল। শৌচাগারে মোবাইল ব্যবহারে ভয়ঙ্কর প্যাথোজেন্সে আক্রান্ত হতে পারেন আপনি।

শৌচাগারে মোবাইল ফোন ব্যবহারে কীভাবে প্যাথোজেন্সে আক্রান্ত হতে পারেন?

আপনি যখন কোমডে বসছেন, সেই সময় একাধিক জীবাণু সেখানে ঘোরাফেরা করে। যা আপনার হাতে, মুখে, নখে প্রবেশ করে।  আপনি যদি শৌচাগারে মোবাইল নিয়ে যান, তাহলে ফোনের স্ক্রিনে প্রবেশ করে সেই জীবাণু।  শুধু তাই নয়, মোবাইল ফোনের স্ক্রিনে টানা ২৮ দিন ওই জীবাণু সক্রিয় থাকতে সক্ষম। ফলে শৌচাগারের কাজ মিটলে, আপনি যখন মোবাইল ফোন নিয়ে বাইরে বের হন, সেই সময় সেই জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং সংক্রমণে হয়ে উঠতে পারে সক্রিয়।

কী কী রোগে সংক্রমিত হতে পারেন?

এই জীবাণুর দ্বারা যদি আপনি সংক্রমিত হন, তাহলে পেটে ব্যাথা, তলেপেটে ব্যাথা, ডায়রিয়া, খাদ্যে বদহজম,বিষক্রিয়ার মত একাধিক রোগে আক্রান্ত হতে পারেন। এসবের পাশাপাশি ত্বকের সংক্রমণও হতে পারে আপনার।  ফলে যখন শৌচাগারে যাবেন, সেই সময় মোবাইল ফোন নেওয়া থেকে বিরত থাকুন  বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এমনকী, শৌচাগারে মোবাইল ব্যবহার করলে, শ্বাসকষ্টেও আপনি ভুগতে পারেন বলে আশঙ্কা।