Kali Puja 2022: আজ কালীপুজো, চতুর্দশী পেরিয়ে কখন শুরু হবে অমাবস্যা তিথি? জেনে নেব দ্বীপান্বিতা কালী পুজোর সময়
মানুষের বিশ্বাস, মা কালী অসুখ বিনাশিনী ৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি ৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার ৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা ৷
হিন্দুশাস্ত্রমতে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শক্তির আরাধনা। কালী রূপের পাশাপাশি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী (Lakshmi Puja)-গণেশের পুজো (Ganesh Puja) রূপেও পুজিত হন দেবী। এই কালীপুজোকে দ্বীপান্বিতা কালীপুজোও বলা হয়।
সোমবার অমাবস্যা তিথি ২৪ অক্টোবর সন্ধে ৪টে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে শুরু হবে। পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা। অমৃত যোগ- অমৃত যোগ থাকবে সকালে ৭টা ২০-রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত।
মানুষের বিশ্বাস, মা কালী অসুখ বিনাশিনী ৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি ৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার ৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা ৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক ৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন ৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন ৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক ৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী ৷