Kali Puja 2022 Wishes: আজ শুভ কালীপুজো উপলক্ষে শুভেচ্ছা জানান আত্মীয় পরিজনদের, লেটেস্টলি বাংলার শুভেচ্ছাবার্তা শেয়ার করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে

অতীত, বর্তমান, ভবিষ্যৎ -- তিনটি কাল নিয়ে মহাকাল। আর সেই মহাকালের শক্তি কালী দশমহাবিদ্যা তারই প্রথম রূপ।

কার্তিক মাসের  ( Kartik ) অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী (Kali Puja) ৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন ৷কাল ধাতু প্রত্যয় যুক্ত হয়ে কালি শব্দটি তৈরি হচ্ছে। কাল মানে সময়, যাকে চোখে দেখা যায় না। তাই কালী কালো বা ঘন নীল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ -- তিনটি কাল নিয়ে মহাকাল। আর সেই মহাকালের শক্তি কালী দশমহাবিদ্যা তারই প্রথম রূপ।

আজ কালীপুজো (Kali Puja 2022) উপলক্ষে লেটেস্টলি বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজনদের শুভেচ্ছা জানান এইশুভেচ্ছাপত্র শেয়ার করে।