International Picnic Day 2024: কবে পালিত হয় আন্তর্জাতিক পিকনিক দিবস? জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব...
পিকনিক মানেই আনন্দের কিছু মুহূর্ত। পিকনিক হল মজা এবং বিনোদনের একটি মাধ্যম যা ছোট থেকে বড় সকলের মুখে হাসি ফুটিয়ে তোলে। পিকনিকের সুন্দর মুহূর্ত সারাজীবনের জন্য থেকে যায় স্মৃতিতে। সাধারণত পরিবার, বন্ধুবান্ধব, প্রিয় মানুষদের সঙ্গে পিকনিক করা হয়। প্রতি বছর একটি দিন পালন করা হয় পিকনিক দিবস। তবে বিশেষ একটি দিনে পিকনিক দিবস পালন করার কারণ কী জানেন? চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক পিকনিক দিবসের ইতিহাস ও গুরুত্ব।
ফরাসি ভাষা থেকে নেওয়া শব্দ হল পিকনিক। পিকনিক মানে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানো। প্রতি বছর ১৮ জুন গোটা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক পিকনিক দিবস। ফরাসি বিপ্লবের সময় এই পিকনিক দিবস পালন করা শুরু হয়েছিল বলে মনে করা হয়। সেকালে বাইরে এক ধরনের অনানুষ্ঠানিক খাবার খাওয়া হত, যাকে পিকনিক বলা হয়।
১৯ শতকে পিকনিক জনপ্রিয় হয়ে ওঠে ইংল্যান্ডে। পরবর্তী বছরগুলিতে, রাজনৈতিক প্রতিবাদের সময় সাধারণ মানুষের সমাবেশ পরিণত হয় পিকনিকে। পর্তুগালে অনুষ্ঠিত সমাবেশ তথা পিকনিকটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বৃহত্তম পিকনিক। প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল এই পিকনিকে।