Bakra Eid Moon Sighting 2021, Chand Raat Updates: দেশজুড়ে ২১ জুলাই পালিত হবে ঈদুল আজহা

আগামী ২১ জুলাই, বুধবার দেশজুড়ে পালিত হবে ঈদুল আজহা ((Eid al-Adha)। লখনউ, দিল্লি সহ ভারতের বেশিরভাগ জায়গায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ১১ জুলাই: আগামী ২১ জুলাই, বুধবার দেশজুড়ে পালিত হবে ঈদুল আজহা (Eid al-Adha)। লখনউ, দিল্লি সহ ভারতের বেশিরভাগ জায়গায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে ভারতে ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার,১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও পড়ুন: জীবন আপনাকে নতুন কিছু দেখতে চলেছে? কেমন যাবে দিন? জানুন আজকের রাশিফলে

আজ জিলহিজ্জ চাঁদ (Dhul Hijjah) দেখা গিয়েছে। তাই জিলহিজ্জের প্রথম দিন হবে কাল তথা সোমবার, ১২ জুলাই। সেইমতো বকরি ইদ পালিত হবে আগামী ২১ জুলাই।

কেরালা, জম্মু ও কাশ্মীরের তরফেও ঘোষণা করা হয়েছে ২১ জুলাই পালিত হবে বকরি ঈদ (Bakra Eid )।

ইদ-উল-অজহা বা বকরি ইদ ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস ধু অল-হিজাহয়ে পালিত হয়। এই পবিত্র মাসেই হজ যাত্রা হয়। করোনার কারণে এবার কোনও ভারকীয় হজে যেতে পারবেন না। হজে শুধুমাত্র সৌদি আরবের নাগরিকরাই যেতে পারবেন।