Holi Party Hangover: হোলি পার্টির পর হ্যাংওভার খুবই সাধারণ, ঘরোয়া উপায়ে হতে পারেন দ্রুত সুস্থ, জেনে নিন বিস্তারিত...

Credit: Facebook

উৎসব মানেই ভরপুর আনন্দ সঙ্গে বিভিন্ন ধরনের খাবার ও পানীয়। রঙের উৎসব হোলির বিশেষ ঐতিহ্য বাড়িতে তৈরি ভাং‌, যা হোলির মজাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। তবে বেশি আনন্দের দরুন অতিরিক্ত মদ্যপানের ফলে পরের দিন হয় হ্যাংওভার, যার ফলে অতিরিক্ত ক্লান্তি ও মাথাব্যথার মতো সমস্যা দেখা দেয়। তবে ঘরোয়া উপায়ে এর প্রতিকার করা সম্ভব। এর ফলে সহজেই হ্যাংওভার থেকে মুক্তি পাওয়া যেতে পারে।