World Bank: ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নে ৮ হাজার ২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক
জানা গেছে, বিশ্ব ব্যাঙ্কের ঋণ দেওয়া ওই বিশাল অঙ্কের টাকা অর্ধেক দিয়ে ভারতের সাতটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে।
নয়াদিল্লি: ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে (India's Public Healthcare Infrastructure) আরও উন্নত (Support and Enhance) করতে ৮ হাজার ২০০ কোটি টাকা ঋণ (Loan) দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক (World Bank )। শুক্রবার এই বিষয়ে ভারত ও বিশ্বব্যাঙ্ক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার করে দুটি অর্থাৎ মোট ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৮ হাজার ২০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত চুক্তিতে সই করেছে।
বিশ্ব ব্যাঙ্কের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই টাকা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে চালু হাওয়া প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission) কে আরও ভালো করে গড়ে তুলতে বিশ্ব ব্যাঙ্কের তরফে ঋণ দেওয়া হচ্ছে। এই টাকার সাহায্যে সারা দেশজুড়ে জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে আরও উন্নত করবে ভারত সরকার।
জানা গেছে, বিশ্ব ব্যাঙ্কের ঋণ দেওয়া ওই বিশাল অঙ্কের টাকা অর্ধেক দিয়ে ভারতের সাতটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার ওই দুটি ঋণের চুক্তিপত্রে ভারতের তরফে সই করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রকের অতিরিক্ত সচিব রজত কুমার মিশ্র ও ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইন্ডিয়ার ডিরেক্টর অগুস্তে টানো কৌহামে। আরও পড়ুন: S Jaishankar Praises PM Modi Video: প্রধানমন্ত্রীকে দলের অধিনায়ক বলে বর্ণনা বিদেশমন্ত্রী জয়শঙ্করের, দেখুন