Skin Care Tips: ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই হবে মুখের ত্বক উজ্জ্বল, জেনে নিন সহজ উপায়ে ঘরোয়া ফেস মাস্ক তৈরির পদ্ধতি...
মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য সাধারণত অনেক কিছুই ব্যবহার করা হয়, তাতে কেউ উপকার পায় আবার কারোর সমস্যা সমাধানের পরিবর্তে আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে যেকোনও ধরনের ত্বকের জন্য বেসন খুবই উপকারী। প্রোটিন এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেমন লিনোলিক এবং অলিক অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস বেসন। এছাড়া বেসনে রয়েছে রিবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট, বিটা ক্যারোটিনের মতো ভিটামিনও। এগুলো সবই ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, বেসনে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বককে বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করে। কারোর ব্রণের সমস্যা থাকলে অনেক সময় মুখ বিবর্ণ হয়ে যায়, এই সমস্যা সমাধানের জন্য বেসন খুবই সহায়ক। বেসন মুখের নিস্তেজতা দূর করে ত্বককে নরম করে শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়া ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে বেসন। চলুন জেনে নেওয়া যাক বেসন ব্যবহার করার কয়েকটি সহজ পদ্ধতি
- মুখের ত্বকের ব্রণ দূর করার জন্য একটি পাত্রে বেসন নিয়ে তাতে শসার পেস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে প্রায় ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। বেসনের এই ফেসপ্যাকটি ব্রণের সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
- ত্বক শুষ্ক হয়ে গেলেও বেসন খুবই উপকারী। এর জন্য দুধের ক্রিম এবং বেসনের একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাকটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে নরম করে।
- ত্বকের তৈলাক্ত ভাব দূর করার জন্যেও ব্যবহার করা যেতে পারে বেসন। এর জন্য তৈরি করতে হবে বেসন ও দইয়ের মিশ্রণ। প্রথম মুখ ধুয়ে শুকনো করে মুছে ত্বকে লাগিয়ে নিতে হবে মিশ্রণটি। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাকটি ত্বকের অতিরিক্ত তেল বের হওয়া বন্ধ করে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।