World Cancer Day 2024: বিশ্ব ক্যানসার দিবসে সকলে একত্রিত হয়ে আক্রান্ত ও আক্রান্তের পরিবারের সাহস বাড়িয়ে তুলুন এই বার্তায়

প্রতি বছর ৪ ফেব্রুয়ারি দিনটিতে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day)। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি এই রোগের চিকিৎসাকে উৎসাহিত করার জন্য এটি একটি বৈশ্বিক উদ্যোগ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যান এই ক্যান্সার আক্রান্ত হয়ে। ক্যান্সারের সঙ্গে লড়াই করার জন্য যেমন এই রোগ সম্পর্কে সবকিছু জানা খুব দরকার, তেমনি দরকার মনে অসীম সাহস। আর আমরা সাহস পাই আমাদের মানুষগুলোর কাছ থেকে। তাহলে চলুন বিশ্ব ক্যানসার দিবসে সকলে একত্রিত হয়ে আক্রান্ত ও আক্রান্তের পরিবারের সাহস বাড়িয়ে তোলার চেষ্টা করি এই বার্তায়...

'ক্যানসার একটা শব্দ, বাক্য নয়'

'আপনি হয় ক্যানসার আক্রান্ত, নয় ক্যানসার জয়ী'

'লড়াইটাই আসল, তাই হার-জিত ভুলে লড়াই চালিয়ে যেতে হবে'

'ক্যানসারের সত্যিকারের ভালবাসাকে মেরে ফেলতে পারে না'

'অস্ত্রাপচারের দাগে লজ্জা নয়, নতুন কিছু খুঁজে পাওয়ায় চেষ্টা করুন'