Mask For Coronavirus: মিলছে না করোনাভাইরাসের উপযোগী মাস্ক, কমলালেবুর খোসা, ব্রা, প্লাস্টিকের জারকেই মুখোশ করে মুখে জড়িয়ে ঘুরছেন চিনারা

চিনে (China) মৃত্যুমিছিল অব্যাহত। মারণ করোনা ভাইরাসের (Coronavirus) কবলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১৩ জন মানুষ। আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১০হাজার ছাড়িয়েছে। ভারতেও পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাসের (Virus) আঁচ। এমন পরিস্থিতিতে ভাইরাস আটকাতে মাস্ক (Mask) পরাটা বাধ্যতামূলক করা হয়েছে চিনে। কিন্তু বাজার থেকে বেপাত্তা বস্তুটি। ফলে ভাইরাস থেকে বাঁচতে অভিনব পন্থা নিয়েছেন চিনা নাগরিকরা। হাতের কাছে যা পাচ্ছেন তাই মুখের মধ্যে সেঁটে কাজ চালাচ্ছেন ইউহান (Uhan), সাংহাই-সহ (Sanghai) চিনের নানান প্রদেশের বাসিন্দারা।

কমলালেবুর খোসা, ব্রা, প্লাস্টিকের জারকেই মুখোশ করে মুখে জড়িয়ে ঘুরছেন চিনারা (Photo Credits: Twitter)

সাংহাই, ৩১ জানুয়ারি: চিনে (China) মৃত্যুমিছিল অব্যাহত। মারণ করোনা ভাইরাসের (Coronavirus) কবলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১৩ জন মানুষ। আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১০হাজার ছাড়িয়েছে। ভারতেও পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাসের (Virus) আঁচ। এমন পরিস্থিতিতে ভাইরাস আটকাতে মাস্ক (Mask) পরাটা বাধ্যতামূলক করা হয়েছে চিনে। কিন্তু বাজার থেকে বেপাত্তা বস্তুটি। ফলে ভাইরাস থেকে বাঁচতে অভিনব পন্থা নিয়েছেন চিনা নাগরিকরা। হাতের কাছে যা পাচ্ছেন তাই মুখের মধ্যে সেঁটে কাজ চালাচ্ছেন ইউহান (Uhan), সাংহাই-সহ (Sanghai) চিনের নানান প্রদেশের বাসিন্দারা।

মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাজারে (Market) পর্যাপ্ত সংখ্যায় মাস্কের জোগান নেই। তাই সহজলভ্য কিছু বস্তুকে কাজে লাগিয়ে মাস্ক বানিয়ে মুখে সেঁটে ঘুরছেন সেখানকার মানুষজন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করা ছবিগুলি ওইসব মাস্কের ছবি থেকে দেখা যাচ্ছে, কেউ কমলালেবুর খোসা কায়দা করে মাস্ক বানিয়ে মুখ ঢাকা দিয়েছেন। কেউ কেউ আবার জলের বোতল (Water Bottle), স্যানিটারি প্যাড (Sanitary Pad) ব্যবহার করেছেন। মারাত্মক ভাইরাস থেকে বাঁচতে কেউ আবার মাস্ক হিসেবে মুখে মহিলাদের অন্তর্বাস (Bra) সেঁটেও ঘুরছেন। চিনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট (Breathing Problem) নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন একের পর এক মানুষ। ক্রমশ মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্বের যে ৩০টি দেশে করোনা ভাইরাস হানা দেওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, সে তালিকায় ভারতও (India) রয়েছে। তাঁদের সমীক্ষা বলছে, ঝুঁকির তালিকায় যে দেশগুলি রয়েছে, তারমধ্যে প্রথম নামটি হল থাইল্যান্ড (Thailand)। এরপরেই রয়েছে জাপান (Japan) এবং হংকং-এর (Hongkong) নাম। আমেরিকা (America) আছে ৬ নম্বরে, অস্ট্রেলিয়া ১০ নম্বরে, ইংল্যান্ড ১৭ নম্বরে এবং ভারত ২৩ নম্বরে। বিশ্বের বিভিন্ন দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও (Arab Amirat) মাস্কের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় ১৭৩ টাকা মূল্যের একটি মাস্কের দাম উঠেছে ১৪ হাজার টাকা! আরও পড়ুন: Saraswati Puja 2020: সরস্বতী পুজোর দধিকর্মা শুধু ছোটবেলার স্মৃতি মনে করায় তা নয়, স্বাস্থ্যের পক্ষেও বেশ লাভজনক

মুখে ব্রা জড়িয়ে ঘুরছেন এক চিনা (Photo Credits: Twitter)
প্লাস্টিকে দেহ ঢেকে ঘুরছেন চিনারা (Photo Credits: Twitter)
প্লাস্টিকের জারকেই মুখোশ করে মুখে জড়িয়ে ঘুরছেন চিনারা (Photo Credits: Twitter)

জানা গিয়েছে, গত বুধবার আরব আমিরাতে মাস্ক বিক্রি হয়েছে দেদার। ভালো মানের এক প্যাকেট (২০টি) মাস্কের (এন-৯৫) দাম ১৫০-১৮০ দিরহাম। মেল অনলাইনের খবর অনুযায়ী, ভারতীয় হিসেবে (Indian Currency) ৩৪৬১- ৪১৫৫ টাকা। কিন্তু বর্তামানে মাত্র একটি মাস্কই বিক্রি হচ্ছে ৫৯৯ দিরহামে অর্থাৎ ১৩৮২৪ টাকায়।