আঁচিল আপনার সৌন্দর্যকে খাটো করছে? রইল মুক্তির উপায়

জানেন কি ঘরোয়া উপায়ে আপানর শরীর থেকে উধাও হতে পারে আঁচিল। চলুন দেখে নিই আঁচিল সারানোর ঘরোয়া উপায়(Home Remedy)।

প্রতীকী ছবি(Photo Credit-Flicker)

আপনার সৌন্দর্যকে নষ্ট করছে আঁচিল(Wart), সেকারণেই মনমরা হয়ে সময় কাটাচ্ছেন। মেকআপে ঢেকে রাখলেও মাঝে মাঝেই সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে ওই আঁচিল, কি আর করবেন ভেবে অস্থির। জানেন কি ঘরোয়া উপায়ে আপানর শরীর থেকে উধাও হতে পারে আঁচিল। চলুন দেখে নিই আঁচিল সারানোর ঘরোয়া উপায়(Home Remedy)।

ঘরোয়া পদ্ধতিতে আঁচিল সারানোর জন্য ভিনিগারের(Vinegar) মতো উপকারী আর কিছুই হতে পারে না৷ ভিনিগার দিয়ে একটি তুলো ভিজিয়ে নিন৷ সারারাত ধরে আঁচিলের উপর ওই ভেজা তুলো লাগিয়ে রাখুন৷ পাঁচদিন ধরে এভাবে আঁচিলে ভিনিগারে ভেজানো তুলো লাগিয়ে দেখুন৷ পরেরদিন ঘুম থেকে উঠেই দেখবেন আঁচিল উধাও৷

চিকিৎসকদের দাবি, ত্বকে জীবাণু সংক্রমণের জেরেই আঁচিল হয়৷ তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ত্বকে আক্রমণকারী জীবাণুর বিনাশ প্রয়োজন৷ আর এই জীবাণুকে ধ্বংস করে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করতে পারে একমাত্র অ্যালোভেরা(Aloe vera)৷ কারণ এতে থাকে ম্যালিক অ্যাসিড যা জীবাণুর বংশ ধ্বংস করতে সাহায্য করে৷ হাতে করে অ্যালোভেরা নিয়ে প্রতিদিন আঁচিলের উপর লাগান৷ অ্যালোভেরা শুকিয়ে গেলেই দেখবেন আঁচিল গায়েব৷

আপনি কি কলা খেতে ভালবাসেন? মনের সুখে কলা খান কোনও সমস্যা নেই৷ বরং তা ত্বকের জন্য উপকারী৷ তবে কলা খেয়ে খোসা ফেলার কথা ভুলেও ভাববেন না৷ জানেন কি বিরক্তিকর আঁচিলকে তাড়াতে কলার খোসার যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ প্রতিদিন নিয়ম করে আঁচিলের উপরে কলার খোসার ভিতরের অংশটি ঘসুন৷ দিনকয়েকের মধ্যেই দেখবেন যা চাইছিলেন, তাই হয়েছে৷

যেকোনও ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেই রসুন ব্যবহার করা যায়৷ আঁচিল তাড়াতেও রসুনের(Garlic) জুড়ি মেলা ভার৷ কয়েক কোয়া রসুন নিন৷ এবার তা মিহি করে বেটে ফেলুন৷ লাগান আঁচিলের উপর৷ কয়েকদিনের মধ্যেই তফাতটা দেখতে পাবেন নিজের চোখেই৷ তাই আর দেরি না করে আঁচিল তাড়াতে আজই এই ঘরোয়া টোটকার ব্যবহার শুরু করুন৷