Coronavirus Tips: 'বাড়িতে থাকুন, সকলের প্রাণ বাঁচান' অভিনব বার্তা ও পরামর্শ নিয়ে হাজির গুগল ডুডল

বাড়িতে থেকে সুরক্ষিত থাকার বার্তা নিয়ে হাজির গুগল ডুডল। গুগল তাদের 'স্টে হোম, সেভ লাইফস'-এ বিস্তারিত তথ্য গ্রাফিক্স ও ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছে। বিশ্বজুড়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার ত্রাস গ্রাস করেছে গোটা দুনিয়া। এক অদৃশ্য ভাইরাসে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি। বড় বড় গবেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব।

করোনাভাইরাস টিপস নিয়ে গুগল ডুডল (Google)

Coronavirus Tips On Google Doodle: বাড়িতে থেকে সুরক্ষিত থাকার বার্তা নিয়ে হাজির গুগল ডুডল (Google Doodle)। গুগল তাদের 'স্টে হোম, সেভ লাইফস'-এ(STAY HOME. SAVE LIVES) বিস্তারিত তথ্য গ্রাফিক্স ও ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছে। বিশ্বজুড়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার (Coronavirus) ত্রাস গ্রাস করেছে গোটা দুনিয়া। এক অদৃশ্য ভাইরাসে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি। বড় বড় গবেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব।

যে হারে ভাইরাস ছড়াচ্ছে, তাতে এর শেষ কোথায় তা নিয়ে সংশয় চরমে। এই প্রশ্নের উত্তর সকলেরই অজানা। করোনার উৎসস্থল চিন ধাক্কা সামলে প্রায় ৪ মাস পর স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত আসছে। কিন্তু এই মারণ রোগের প্রকোপে এখনও বিপর্যস্ত গোটা দুনিয়া। তবে করোনার মুক্তি থেকে বাঁচতে এবং জনজীবন স্বাভাবিক করতে গুগল কিছু উপায় নিয়ে হাজির হয়েছে। আরও পড়ুন, স্কুটির ভিতর থেকে ফণা তুলল জলজ্যান্ত সাপ, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

তাদের সর্বপ্রথম বার্তা-স্টে হোম, সেভ লাইফস। অর্থাৎ সকলকে বাড়িতে থেকে করোনার চেন ধ্বংস করতে সাহায্য কর। ডুডলে করোনাভাইরাস টিপসে (Coronavirus Tips) আরও পরামর্শ দেওয়া হয়েছে-

এছাড়াও, অ্যালকোহলযুক্ত হ্যান্ডওয়াশ দিয়ে ২০ সেকেন্ড হাত ধোওয়া।

হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে নেওয়া।

১-৩ মিটার দূরত্ব বজায় রাখা।

অসুস্থতা অনুভব করলে বাড়িতেই থাকুন, নিজেকে আইসোলেশনে রাখুন।

অপরিষ্কারহাতে চোখ, মুখ, নাক ধরবেন না।

সারা বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১০, ১৪, ৬৭৩। যার মধ্যে ভারতে সংখ্যাটা ২, ০৬৯। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২, ৪৪, ৬৪৬। ইতালিতে ১, ১৫, ২৪২। স্পেনে ১, ১২, ০৬৫। এরমধ্যে অবশ্য অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছেন। তবে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫২, ৯৮৩। যেখানে ভারতে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫৩।