আগামী দু'বছরের মধ্যে দেশজুড়ে নতুন ১৫৭টি সরকারি নার্সিং কলেজ খুলবে কেন্দ্র
আগামী ২৪ মাসের মধ্যে দেশজুড়ে ১৬৭টি নতুন সরকারি মেডিকাল নার্সিং কলেজ খুলবে কেন্দ্রীয় সরকার। বুধবার এই বিষয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
নয়াদিল্লি: আগামী ২৪ মাসের মধ্যে দেশজুড়ে ১৬৭টি নতুন সরকারি মেডিকাল নার্সিং কলেজ (new govt medical nursing colleges) খুলবে কেন্দ্রীয় সরকার। বুধবার এই বিষয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার (Cabinet) অনুমোদন (approves) পাওয়া গেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya)। এর পাশাপাশি আজকে মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল মেডিকাল ডিভাইস পলিসি ২০২৩ (National Medical Device Policy 2023) অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Today decision has been taken to open 157 new govt medical nursing colleges in the country... Rs 1,570 crore has been approved for this and it will be completed in the next 24 months: Union Health Minister Mansukh Mandaviya pic.twitter.com/ifxTHyGdLJ
— ANI (@ANI) April 26, 2023
নতুন নার্সিং মেডিকাল কলেজ সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন," আজকে দেশে নতুন ১৫৭টি সরকারি নার্সিং কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর জন্য ১,৫৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী ২৪ মাসের মধ্যে এই কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। যেখানে আগে থেকেই মেডিকাল কলেজ রয়েছে তার পাশেই এই নতুন কলেজগুলি খোলা হবে।"
ন্যাশনাল মেডিকাল ডিভাইস পলিসি সম্পর্কে তিনি আরও বলেন, আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল মেডিকাল ডিভাইস পলিসি ২০২৩ অনুমোদন পেয়েছে। এর ফলে মেডিকাল ডিভাইস সেক্টরের প্রচুর সাহায্য হবে। আর বর্তমানে এই ডিভাইসের বাজার যেখানে ১১ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে তা পাঁচ বছরের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে।