National Girl Child Day 2022 Wishes: শুভ রাষ্ট্রীয় বালিকা দিবস উপলক্ষে পরিচিত মহিলাদের শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা

প্রতি বছর ২৪ জানুয়ারি দিনটি রাষ্ট্রীয় বালিকা দিবস (National Girl Child Day 2022) হিসেবে পালিত হয়ে আসছে।

National Girl Child Day Wishes (File Image)

National Girl Child Day 2022 Wishes In Bengali: প্রতি বছর ২৪ জানুয়ারি দিনটি রাষ্ট্রীয় বালিকা দিবস (National Girl Child Day 2022) হিসেবে পালিত হয়ে আসছে। দেশের মেয়েদের যত্নআত্তির মাধ্যমে বড় করে তোলার বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর এদেশে রাষ্ট্রীয় বালিকা দিবস পালন হয়। আজ সোমবার ২৪ জানুয়ারি, সেই রাষ্ট্রীয় বালিকা দিবস। এই প্রতিবেদনে রয়েছে শিশুকন্যীদের দারুণ দারুণ সব ছবি। আজকের দিনে মিষ্টি মেয়েদের সেসব ছবি Whatsapp, Messenger, Facebook এর মাধ্যমে শেয়ার করে শুভেচ্ছা জানাতে পারেন।

১৯৬৬-র ২৪ জানুয়ারি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী।স্বাভাবিকভাবেই এই দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মহিলাদের এগিয়ে যাওয়ার দিশারীও বটে। আজকের দিনটি যখন মেয়েদের নিয়েই উদাযাপন তখন LatestLY বাংলা আপনাদের জন্য  বেশকিছু শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছে। এই বিশেষ দিনে নিজের পরিচিত মহিলাদের সেই ছবি পাঠিয়ে রাষ্ট্রীয় বালিকা দিবসের শুভেচ্ছা জানাতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

দেশে শিশুকন্যাদের যেসব অবিচার সহ্য করতে সেসব বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। এই দিনটিতে দেশের প্রতিটি রাজ্যে রাজ্য সরকারের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সব অনুষ্ঠানের মূল বিষয় হল শিশুকন্যার অধিকার সম্পরিকে সচেতনতা বাড়ানো। আজ রাস্ট্রীয় বালিকা গিবসে শুভেচ্ছা জানান প্রত্যেক মহিলাকে। কারণ সুন্দর ববিসৎতের জন্য শিশুকনযাদের সুরক্ষিত রাখা ও ভালভাবে প্রতিপালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য।

National Girl Child Day Wishes (File Image)
National Girl Child Day Wishes (File Image)
National Girl Child Day Wishes (File Image)
National Girl Child Day Wishes (File Image)
National Girl Child Day Wishes (File Image)