Happy Dol Jatra 2023: দেখতে দেখতে চলে এল বসন্তের উৎসব দোল, ২০২৩ সালের রঙের উৎসব কবে জেনে নিন দিনক্ষণ
রঙের উৎসব হোলি, প্রতি বছর চৈত্র কৃষ্ণ প্রতিপদে পালিত হয়, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের পূর্ণিমার পরের দিন এবং হোলিকা দহন বা ন্যাড়াপোড়া ফাল্গুন পূর্ণিমায় প্রদোষ কাল মুহুর্তে করা হয়। সেই সঙ্গে হোলির তারিখ নিয়ে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যাচ্ছে।
দেখতে দেখতে চলে এল বসন্তের উৎসব দোল (Holi 2023 Date & Time)। আর মাত্র কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। দোল মানেই আবীর, দোল মানেই রঙের খেলা। সাশ্রীকৃষ্ণের দোল যাপনকে তো হোলি বলা হয়। রাধা ও বাকি গোপিনীদের বর্ণময় রঙে রাঙিয়ে হোলিতে মেতে উঠতেন নন্দের দুলাল। আর হোলিকা দহন উৎসব তো মনের সমস্ত ময়লাকে পুড়িয়ে নতুনকে আহ্বানের উৎসব।দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক আড়ম্বরে পালিত হয় এই উৎসব।
রঙের উৎসব হোলি, প্রতি বছর চৈত্র কৃষ্ণ প্রতিপদে পালিত হয়, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের পূর্ণিমার পরের দিন এবং হোলিকা দহন বা ন্যাড়াপোড়া ফাল্গুন পূর্ণিমায় প্রদোষ কাল মুহুর্তে করা হয়। সেই সঙ্গে হোলির তারিখ নিয়ে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যাচ্ছে। এই বছর কবে ৭ না ৮ মার্চ হোলি উৎসব উদযাপিত হবে জেনে নিন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ বাংলায় ২২ ফাল্গুন, মঙ্গলবার। ৬ মার্চ অপঃ ৪/ ১৮/ ৪৭ মিনিট থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬/ ০/ ৪০ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে ৮ মার্চ বাংলায় ২৩ ফাল্গুন বুধবার।