Guru Purnima 2022: গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা
১৩ই জুলাই বুধবার সারা দেশে পালন করা হবে গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম।গুরুকে সসম্মানে শ্রদ্ধা ও ভক্তি জানানোর বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা।
'গুরু' শব্দটি 'গু' এবং 'রু' এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। 'গু' শব্দের অর্থ 'অন্ধকার' বা 'অজ্ঞতা' এবং 'রু' শব্দের অর্থ 'অন্ধকার দূরীভূত করা'। 'গুরু' হলেন সেই ব্যক্তি যিনি অন্ধকার দূরীভূত করেন,। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান এবং আমাদের পরম জ্ঞান দান করেন তিনিই গুরু।গুরুকে তাই ঈশ্বরতুল্য বলে মনে করা হয়।
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এ বছর পূর্ণিমা তিথি শুরু হবে ভোর ৪টেয় এবং শেষ হবে ১৪ জুলাই মধ্যরাত ১২টা ০৬ মিনিটে।
গুরু পূর্ণিমায় গুরুকে পূজার প্রথা বহু শতাব্দী প্রাচীন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে তাই গুরুর স্থান সবার উপরে। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে।