World Coconut Day 2024: বিশ্ব নারকেল দিবস কবে? জেনে নিন বিশ্ব নারকেল দিবসের ইতিহাস ও গুরুত্ব...
হিন্দু ধর্মে নারকেল খুবই গুরুত্বপূর্ণ। পুজো, বিশেষ নিয়ম এবং শুভ কাজে ব্যবহৃত হয় নারকেল। নতুন কাজের শুরু হোক, বিয়ে হোক, উৎসব হোক বা পুজো, সব কিছুতেই নারকেলের গুরুত্ব রয়েছে। তবে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দিক থেকেও নারকেলের বিশেষ গুরুত্ব রয়েছে। এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (এপিসিসি) গঠনের স্মরণে প্রতি বছর ২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব নারকেল দিবস।
২০০৯ সালে প্রথমবার পালন করা হয় বিশ্ব নারকেল দিবস। এশিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় নারকেল সম্প্রদায়ের দ্বারা উৎসাহের সঙ্গে পালন করা হয় এই দিনটি। নারকেল দিবস পালন করার উদ্দেশ্য হল সারা বিশ্বে নারকেল চাষ সম্পর্কে সচেতন করা। নারকেলকে ইংরেজিতে বলে 'কোকোনাট', যা তৈরি হয়েছে পর্তুগিজ শব্দ ‘কোকো’ এবং ‘আখরোট’-এর সংমিশ্রণে। ইন্দোনেশিয়ার পর বিশ্বের অন্যতম বৃহত্তম নারকেল রপ্তানিকারক দেশ হল ভারত।
ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে নারকেলের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে একে 'শ্রীফল'ও বলা হয়। হিন্দু ধর্মে, পুজোর সময় নারকেল নিবেদন বা ভাঙার নিয়ম রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতারণা করেছিলেন, তখন তিনি মা লক্ষ্মী এবং কামধেনু গরুর সঙ্গে নারকেল নিয়ে এসেছিলেন। তাই নারকেল গাছকে ‘কল্পবৃক্ষ’ বলা হয়। কথিত আছে নারকেলে বাস করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।