Festivals of February 2024: ফেব্রুয়ারি মাস উৎসবে পরিপূর্ণ, এই মাসে কোন দিন কি উৎসব রয়েছে জেনে নিন...
ভারত একটি বৈচিত্র্যের দেশ। গোটা বছর ধরে এই দেশে বিভিন্ন উৎসব পালন করা হয়। নতুন বছরের সঙ্গে আবার চলে এসেছে উৎসবে মেতে ওঠার দিন। শুরু হয়ে গিয়েছে বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। এই মাসটি শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবে পরিপূর্ণ। বসন্ত পঞ্চমী (Basant Panchami), সরস্বতী পুজো (Saraswati Puja) এবং ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day), এগুলো তো দেশের প্রতিটি কোণেই পালন করা হয়।
এছাড়াও ফেব্রুয়ারি মাসে পালন করা হয় আরও অনেক উৎসব, যেগুলো সবার জেনে নেওয়া দরকার। যেমন - বিবেকানন্দ জয়ন্তী (Swami Vivekananda Jayanti), বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day), শতিলা একাদশী (Shattila Ekadashi), মৌনি অমাবস্যা (Mauni Amavasya), মাঘ নবরাত্রি (Magh Navratri), মাঘ পূর্ণিমা (Magh Purnima), এমন আরও অনেক উৎসব ও অনুষ্ঠান রয়েছে যেগুলো ফেব্রুয়ারি মাসে পালন করা হয়। চলুন ফেব্রুয়ারি মাসে কোন দিন কি উৎসব ও অনুষ্ঠান রয়েছে বিস্তারিত জেনে নি।
ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভালোবাসার মাস। এই মাসেই পালন করা হয় ভ্যালেন্টাইনস উইক বা ভালোবাসার সপ্তাহ। এই সপ্তাহে মানুষ তাদের অনুভূতি ও আবেগ প্রকাশ করে। ভ্যালেন্টাইনস উইক শুরু হয় ৭ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করে শেষ হয় এই সপ্তাহ। তার আগে ৪ ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। এদিন ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।
- ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার শতিলা একাদশী।
- ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শব-ই-মিরাজ।
- ৯ ফেব্রুয়ারি শুক্রবার মৌনি অমাবস্যা।
- ১০ ফেব্রুয়ারি শনিবার মাঘ নবরাত্রি।
- ১২ ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক মৃগী রোগ দিবস।
- ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক কনডোম দিবস।
- ১৪ ফেব্রুয়ারি বুধবার বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে।
- ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস।
- ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রথ সপ্তমী, ভীষ্ম অষ্টমী ও নর্মদা জয়ন্তী।
- ১৯ ফেব্রুয়ারি সোমবার ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী।
- ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অরুণাচল প্রদেশ দিবস, মিজোরাম রাজ্য দিবস।
- ২১ ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ২৪ ফেব্রুয়ারি শনিবার গুরু রবিদাস জয়ন্তী।
- ২৫ ফেব্রুয়ারি রবিবার আট্টুকাল পোঙ্গালা।
- ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক মেরু ভালুক দিবস।