Vishwakarma Puja 2024: মাঘ মাসে বিশ্বকর্মা পুজো কখন হয়? জেনে নিন পুজোর তিথি, গুরুত্ব ও পূ্জোর পদ্ধতি...

মাঘ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে পুজো করা হয়। তাঁকে দেবতাদের শিল্পকার হিসেবেও বিবেচনা করা হয়। মহাদেবের ত্রিশূল, সুদর্শন চক্র এবং অন্যান্য দেব-দেবীর অস্ত্র থেকে শুরু করে সোনার লঙ্কা, দ্বারকার ভগবান কৃষ্ণের প্রাসাদ, ইন্দ্রদেবের স্বর্গ সবই তৈরি করেছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর দিন সাধারণ মানুষ তাদের বাড়িতে, অফিস, কারখানার যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশের পুজো করে। মাঘ মাসের ত্রয়োদশীতে পালিত হয় বিশ্বকর্মা জয়ন্তী।

ভগবান বিশ্বকর্মা জয়ন্তী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক উৎসব। এই দিন ভগবান বিশ্বকর্মার পুজো করা হয়। কামার, শ্রমিক, ছুতার, ইঞ্জিনিয়ার, স্থপতি, ভাস্কর, কারখানার শ্রমিক এবং কারখানার মালিক সব ধরনের লোকেরা অংশগ্রহণ করে ভগবান বিশ্বকর্মা জয়ন্তীর আচার-অনুষ্ঠানে। এই উৎসবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মান্যতা আছে, ভগবান বিশ্বকর্মার পুজো করলে ব্যবসায় লাভ ও উন্নতির পাশাপাশি কর্মচারীদের জন্য দুর্ঘটনামুক্ত পরিবেশ তৈরি হয়।

পঞ্জিকা অনুসারে ২০২৪ সালে মাঘ শুক্লাপক্ষে ত্রয়োদশী শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি, বুধবার, ১১:২৮ মিনিটে এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ০১:২২ মিনিটে। উদয় তিথি অনুসারে, ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভগবান বিশ্বকর্মা পুজো করা হবে। এদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর স্থানে যেতে হয়। নিজের কারখানায় বা কর্মশালায় বা বাড়িতে পুজো হলে নিজেকে পরিস্কার করার পর পুজোর স্থান গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। এরপর আলপনা এবং ফুল দিয়ে সেই জায়গা সাজিয়ে পুজোর মঞ্চে স্থাপন করতে হবে বিশ্বকর্মার মূর্তি। ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবান বিশ্বকর্মার আমন্ত্রণ মন্ত্র পাঠ করতে হবে।