Subho Nababarsho 1429 Wishes: রাত পোহালেই নতুন বছর, প্রিয়জনকে এভাবেই জানান নববর্ষের আগাম শুভেচ্ছা

রাত পোহালেই পয়লা বৈশাখ, বছর দুয়েকের অতিমারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। আর দেখতে দেখতে চলে গেল আম বাঙালির ১লা বৈশাখ (Subho Nababarsho 1429 Wishes)।

Subho Nababarsho 1429 (File Photo)

Subho Nababarsho 1429 Wishes In Bengali: রাত পোহালেই পয়লা বৈশাখ, বছর দুয়েকের অতিমারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। আর দেখতে দেখতে চলে গেল আম বাঙালির ১লা বৈশাখ (Subho Nababarsho 1429 Wishes)। সকাল হলেই কালীঘাট দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে লালরঙা খেরোর খাতা বগলদাবা করে লাইন দেবেন বাঙালি ব্যবসায়ীরা। বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই দিনটায় সেকথা আরও বেশি করে মনে হয়। সন্ধে হলেই সপরিবারে দোকানে দোকানে  হালখাতা করতে যাওয়ার রীতি বহুদিনের। পেটপুরে লুচি বোদে, সরবৎ এখন না মিললেও মিষ্টির প্যাকেট আর ঠাণ্ডা পানীয় কিম্বা আইসক্রিম মিলতে পারে কোনও কোনও দোকানে।

নতুন জামার গন্ধ নিয়ে এই বৈশাখে নতুন বছর আসুক আনন্দে ভরপুর হয়ে। কেটে যাক অতিমারীর আগ্রাসন, প্রিয়জন হারানোর বিষাদ ভার। বচ্ছরকার দিনে আপনজনকে আগাম শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন LatestLY বাংলার নববর্ষ কার্ড।

Subho Nababarsho 1429 (File Photo)
Subho Nababarsho 1429 (File Photo)
Subho Nababarsho 1429 (File Photo)