Sharad Navaratri Day 2 2024: আজ শারদ নবরাত্রির দ্বিতীয় দিন, পুরাণ মতে পূজিত হবেন মহাশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী
আজ শারদ নবরাত্রির দ্বিতীয় দিন ৪ অক্টোবর, শুক্রবার। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর পূজা করা হয়। 'ব্রহ্মচারিণী' নামের অর্থ 'ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী'। তিনিই উমা। দেবী ব্রহ্মচারিণীর দুইটি হাত। একহাতে তাঁর অক্ষমালা বা জপমালা । আরেক হাতে দেবী ধরে রাখেন কমণ্ডলু। দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা। তাঁর ভৈরব চন্দ্রমৌলীশ্বর। জানা যায়, দেবী পার্বতীর হিমালয়ের ব্রহ্মচর্য ব্রতধারিণী বিগ্রহের কথা মনে রেখে এই নবদুর্গার দ্বিতীয়ায় পূজিতা দেবীর নাম ব্রহ্মচারিণী। দেবীপুরাণ মতে, সর্ববেদে বিচরণ করেন বলে দেবী পার্বতীর অপর নাম 'ব্রহ্মচারিণী'।
পৌরাণিক কাহিনি অনুসারে, মা ব্রহ্মচারিণী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, যার কারণে মা তপসচারিণী অর্থাৎ ব্রহ্মচারিণী নামে পরিচিত। পুরাণে বলা হয়েছে মা ব্রহ্মচারিণীর আরাধনা করলে সকল সিদ্ধি লাভ হয়।
কাশী বা বারাণসী বেড়াতে গেলে দুর্গাঘাট দেখতে যান অনেকেই। সেখানেই রয়েছে দেবী ব্রহ্মচারিণীর মন্দির। এখানে তাঁকে 'ছোটি দুর্গাজি'ওবলা হয়। মন্দিরটি বেশ ছোটো। দেবীপ্রতিমার উচ্চতাও ছোট। এখানে অনেকেই পুজো দেন।