Shabari Jayanti 2024: শবরী ও শ্রী রামের আশ্চর্যজনক কথোপকথন, শবরী জয়ন্তী উপলক্ষে জেনে নিন সেই কাহিনী..
৩ মার্চ রবিবার পালিত হবে শবরী জয়ন্তী। এই দিনে, পালিত হয় ভগবান শ্রী রামের মহান ভক্ত শবরীর জন্মবার্ষিকী। মাতা শবরীর পুজো করা হয় এদিন। ভগবান শ্রী রাম শবরীর মিথ্যা ফল খাওয়ার পরও শবরীর ভক্তি দেখে ভগবান শ্রী রাম তাঁকে মুক্তি দিয়েছিলেন। শবরী জয়ন্তী উপলক্ষে জেনে নিন ভগবান শ্রী রাম এবং মাতা শবরীর মধ্যকার কাহিনী।
একদিন উদার হৃদয় ভগবান শ্রী রাম গিয়েছিলেন শবরী মাতার আশ্রমে। শ্রী রামকে ঘরে আসতে দেখে মুনি মাতঙ্গজীর বাণী মনে করতেই মন খুশি হয়ে যায় মাতা শবরীর। শ্রী রামের প্রেমে মগ্ন হয়ে মুখ থেকে কোনও কথা বের হয় না মাতা শবরীর। তিনি বারবার রাম লক্ষ্মণের পায়ে মাথা নত করতে থাকেন। এরপর তিনি জল দিয়ে দুই ভাইয়ের পা ভালো করে ধুয়ে তাঁদের সুন্দর আসনে বসিয়ে দেন। মাতা শবরী অত্যন্ত রসালো ও সুস্বাদু ফল এনে শ্রী রামকে দিল প্রভু রাম বারবার তাদের প্রশংসা করে সেই ফল খেয়ে নেন। মিথ্যা ফল হওয়া সত্ত্বেও মাতা শবরীর ভক্তি দেখে ভগবান শ্রী রাম তাঁকে ক্ষমা করে দেন।
শবরী জয়ন্তী উপলক্ষে শবরীমালা মন্দিরে আয়োজন করা হয় একটি বিশেষ মেলার। এদিন মাতা শবরীকে দেবী রূপে পুজো করা হয়। ভক্তির মাধ্যমে মোক্ষলাভেরও প্রতীক হলেন দেবী শবরী। মান্যতা রয়েছে, ভগবান রামের কাছ থেকে দেবী শবরী যে ধরনের ভক্তি আশীর্বাদ পেয়েছিলেন, একই ধরনের ভক্তিমূলক আশীর্বাদ পাওয়া যায় দেবী শবরীর আরাধনা করলে।