Durga Puja 2023: এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব-এর বড় চমক, থিম 'এলেম নতুন দেশে'!

কলকাতার সেরা কয়েকটি বনেদি বাড়ির দুর্গাপূজা সম্পর্কে জেনে নিন।

Durga Puja (Photo Credit: pixabay)

কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পূজা কমেটিগুলোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। দর্শকের মন জয় করতে তারা মরিয়া হয়ে প্রস্তুতি চালাচ্ছে। এস বি পার্ক সর্বজনীন (SB Park Sarbojanin) তাদের উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য শহরের অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। এবারে তাঁদের পুজো ৫৩ তম বর্ষে পা দিল। প্রতি বছর তাদের থিমে কিছু না কিছু নতুনত্ব থাকেই। এ বারেও তার অন্যথা হচ্ছেনা। এ বছরের পুজোর থিম ‘এলেম নতুন দেশে’ (Elem Notun Deshe)।

দেখুন

ক্লাবের সভাপতি সঞ্জয় মজুমদার বলেন, " বিশ্ব রাজনীতি, ধর্ম, পুঁজিবাদ এবং জলবায়ু নানা কারণে আমরা সংকটের সামনে এসে দাঁড়িয়েছি। এই কারণে এসবি পার্ক শৈল্পিক কল্পনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে। এই পূজা দেশের প্রতিটি রাজ্যকে স্বাগত জানায়। আমরা আত্মবিশ্বাস যে, এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করবে।"

আরও পড়ুন : Durga Puja 2023: সম্রাট আকবরের সনদে জমিদারিতে পুজোর সূচনা,দশমীতে পান্তা ইলিশের রীতি মেনে আজও হয়ে চলেছে ঘোষাল বাড়ির পুজো(দেখুন ভিডিও)

চলুন জেনে নেওয়া যাক কলকাতার সেরা কয়েকটি বনেদি বাড়ির দুর্গাপূজা সম্পর্কে

নীলমনি সেন বাড়ির দূর্গাপূজা

নীলমনি সেন বারির দুর্গাপূজার নামেই এর ইতিহাস রয়েছে। এই পূজাটি ১৯ শতকে কলকাতার একজন স্বর্ণ ব্যবসায়ী নীলমনি সেন উদযাপন করেন। সেন  ১৯১৩ সাল থেকে এই বাড়িতে দুর্গাপূজা পালন করে আসছেন।

জোড়াসাঁকো শিবকৃষ্ণ ডও বাড়ীর দূর্গাপূজা

জোড়াসাঁকো শিবকৃষ্ণ দৌ বারির দুর্গাপূজা হল কলকাতার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী পূজা। জোড়াসাঁকো বাড়ি ছিল গোকুল চন্দ্র দা'র। শিবকৃষ্ণ দাকে দত্তক নেওয়ার পর, তাঁর আত্মীয়ের ছেলে, গোকুল চন্দ্র সেই উপলক্ষে ১৮৪০ সাল এই পূজা উদযাপন শুরু করেন।

দত্ত বাড়ির বনেদি পুজো

দত্ত বাড়িটি ঘোষ বাড়ি নামেও পরিচিত এবং এটি কলকাতার বলরাম দে স্ট্রিটে অবস্থিত। এখানে পূজা ১৮৮২ সাল থেকে চলছে। এই পূজার বিশেষত্ব হল প্রতিমা, যাকে কাটাহামো বলা হয়।

শোভা বাজার রাজবাড়ি

রাজা নবকৃষ্ণ দেব কর্তৃক স্থাপিত শোভাবাজার রাজবাড়ি দুর্গাপূজা ১৭৫৭ সালে প্রবর্তিত হয়। স্থানীয় ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা নাচ ঘরে সঙ্গীত শোনার জন্য এই রাজবাড়ীতে আসেন।



@endif