Sardar Vallabhbhai Patel Death Anniversary 2022: লৌহমানবের প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা শ্রদ্ধাজ্ঞাপন করলেন, দেখুন টুইট
নতুন রূপ দিয়েছিলেন ভারতের ভাগ্যকে।স্বাধীন ভারতে ৫৬৫ টি রাজ্যকে একীকরণ এর পেছনে প্যাটেলের অবদান অবিস্মরনীয়। পর্তুগীজদের হাত থেকে গোয়া এবং নিজাম দের হাত থেকে হায়দ্রাবাদ কে উদ্ধার করে ভারত সরকারের সাথে যুক্ত করেন তিনি
প্রজাতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন নিঃস্বার্থ নেতা। একটি আধুনিক ও অখন্ড ভারত গড়ার প্রকৃত যোদ্ধা। যে দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে লড়ে গেছেন প্রাণপণে। নতুন রূপ দিয়েছিলেন ভারতের ভাগ্যকে।স্বাধীন ভারতে ৫৬৫ টি রাজ্যকে একীকরণ এর পেছনে প্যাটেলের অবদান অবিস্মরনীয়। পর্তুগীজদের হাত থেকে গোয়া এবং নিজাম দের হাত থেকে হায়দ্রাবাদ কে উদ্ধার করে ভারত সরকারের সাথে যুক্ত করেন তিনি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে নেহেরু 'নতুন ভারতের নির্মাতা ও একীকরণকারী' বলে অভিহিত করেছিলেন। সেই থেকেই তিনি লৌহ মানব নামে পরিচিত।
লৌহ মানবের মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অমিত শাহ
নীতিন গড়করি
এস জয়শংকর
ভারতীয় জাতীয় কংগ্রেস