Happy Saraswati Puja 2020 Wishes: সরস্বতী পুজোর দিনটিতে আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে পাঠিয়ে দিন এই বাংলা Wishes, Facebook Greetings, WhatsApp Status, এবং SMS শুভেচ্ছাগুলি
Happy Saraswati Puja 2020 Wishes-নতুন বছরে প্রথম কোনও পুজো যা ঘটা করে করা হয় তা হলো সরস্বতী পুজো (Saraswati Puja)। বাঙালির বারো মাসে তেরো পার্বন। সরস্বতী পুজো আবার বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-ও বটে। হলুদ পাজামা-পাঞ্জাবি, শাড়িতে সাজবে তরুণ-তরুণীরা সঙ্গে বাগ্দেবীর আরাধনায় কচিকাঁচারাও সকাল সকাল অঞ্জলি দিতে ছুটবে স্কুলে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে হবে আরাধনা, সঙ্গে খাওয়াদাওয়া।
Happy Saraswati Puja 2020 Wishes-নতুন বছরে প্রথম কোনও পুজো যা ঘটা করে করা হয় তা হল সরস্বতী পুজো (Saraswati Puja)। বাঙালির বারো মাসে তেরো পার্বন। সরস্বতী পুজো আবার বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-ও বটে। হলুদ পাজামা-পাঞ্জাবি, শাড়িতে সাজবে তরুণ-তরুণীরা সঙ্গে বাগ্দেবীর আরাধনায় কচিকাঁচারাও সকাল সকাল অঞ্জলি দিতে ছুটবে স্কুলে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে হবে আরাধনা, সঙ্গে খাওয়াদাওয়া।
বাসন্তী পঞ্চমির এই দিনটিকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।
মেসেজ: জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতি দেবি নমোহস্তুতে। শুভ সরস্বতী পুজো ২০২০
মেসেজ: এসো এসো এসো হে মা সরস্বতী
মেসেজ: শুভ সরস্বতী পুজো ২০২০
মেসেজ: সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন