Saraswati Puja 2023: দেবীর আরাধনায় দশদ্রোণ মন্দির বাগান, ২৮তম বর্ষে মাতৃমূর্তি রূপায়ণে অভিষেক-শুভম (দেখুন ভিডিও)
রাজারহাটের দশদ্রোণ মন্দির বাগান অঞ্চলে মন্দির বাগান সরস্বতী পুজো কমিটির এবারের থিম পুনরাবৃত্ত। ৩ লাখ টাকা বাজেটের এই পুজো এবার পদার্পন করল ২৮ তম বর্ষে।
শারদ উৎসবের থিমের ছোয়া সরস্বতী পুজোতেও। রাজারহাটের দশদ্রোণ মন্দির বাগান(Dashadrone Mandir bagan) অঞ্চলে মন্দির বাগান সরস্বতী পুজো কমিটির এবারের থিম পুনরাবৃত্ত (The Art of Repitation)। ৩ লাখ টাকা বাজেটের এই পুজো এবার পদার্পন করল ২৮ তম বর্ষে। পুজোর প্রধান উপদেষ্টা হিসাবে আছেন বিধায়ক তাপস চ্যাটার্জী। বাগ দেবীর মূর্তির রূপদান করেছেন শিল্পী অভিষেক, দেবীর অলংকরণ করেছেন শুভম এবং সমগ্র আয়োজনে আছেন সুদর্শন। দেখুন সেই পুজোর এক ঝলক-