Rath Yatra 2024: ২০২৪ সালে কবে শুরু হবে জগন্নাথ রথযাত্রা? জেনে নিন এই উৎসবের ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব...

চার ধামের যাত্রার অন্যতম হল জগন্নাথ পুরী। প্রতি বছর পুরীতে আয়োজন করা হয় জগন্নাথ রথযাত্রা। ভগবান জগন্নাথের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত। মান্যতা রয়েছে এই উৎসবে উপস্থিত থাকলে মোক্ষ লাভ হয়। প্রতি বছর, ভগবান জগন্নাথের রথযাত্রায় অংশ নিতে দেশ এবং বিদেশ থেকে লক্ষাধিক লোকের ভিড় জড়ো হয় ওড়িশার পুরীতে। পুরীতে ভ্রমণ করার সময়, ভগবান শ্রী কৃষ্ণ, তাঁর ভাই বলরাম এবং বোন সুভদ্রা একটি রথে চড়ে শহর ভ্রমণ করেন।

আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়াতে জগন্নাথ পুরী থেকে শুরু হয় ভগবান জগন্নাথের রথযাত্রা এবং শেষ হয় দশমী তিথিতে। ২০২৪ সালে জগন্নাথ রথযাত্রা শুরু হবে ৭ জুলাই এবং শেষ হবে ১৬ জুলাই। স্কন্দ পুরাণ অনুসারে, রথযাত্রায় শ্রী জগন্নাথের নাম জপ করতে করতে গুন্ডিচা নগরে গেলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ভগবানের নাম জপ করে রথযাত্রায় যুক্ত হলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়।

গুন্ডিচা মাতা মন্দিরে ভগবান জগন্নাথের বার্ষিক দর্শন হল জগন্নাথ রথযাত্রা। একবার শ্রী কৃষ্ণের বোন সুভদ্রা শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন জগন্নাথ রথে চড়ে শহর ভ্রমণে নিয়ে যান সুভদ্রাকে। ভগবান বিষ্ণুর এক রূপ হল ভগবান জগন্নাথ। বৈষ্ণব ধর্মের অনুসারীরাও পুজো করেন ভগবান জগন্নাথের। এই জগন্নাথের আক্ষরিক অর্থ হল "মহাবিশ্বের প্রভু"। জগন্নাথ মন্দির পবিত্র ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান।



@endif