Raksha Bandhan 2021 Wishes: রাখি বন্ধন উপলক্ষে দিদি বোনেরা ভাই দাদাদের পাঠিয়ে দিন এই শুভেচ্ছা কার্ড
হানাহানি, বিদ্বেষ, হিংসা ভুলে আজ ভাতৃত্বের বন্ধনে মেতে ওঠার দিন৷ তাইতো রাখি বন্ধন উৎসব৷ এদিন বোনেরা তাদের ভাইদের হাতে পবিত্র এক সুতো বাঁধে, যাকে ‘নিরাপত্তা ও রাখি বন্ধন’ উৎসব (Raksha Bandhan 2020) বলা হয়।
Raksha Bandhan 2021 Wishes in Bengali: হানাহানি, বিদ্বেষ, হিংসা ভুলে আজ ভাতৃত্বের বন্ধনে মেতে ওঠার দিন৷ তাইতো রাখি বন্ধন উৎসব৷ এদিন বোনেরা তাদের ভাইদের হাতে পবিত্র এক সুতো বাঁধে, যাকে ‘নিরাপত্তা ও রাখি বন্ধন’ উৎসব (Raksha Bandhan 2021) বলা হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। নিয়মগুলি খানিকটা ভাইফোঁটার মতোই হয়ে থাকে।
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindra Nath Tagore) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলেন। রাখিবন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন- "বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান৷" বঙ্গদেশ কেবল হিন্দুদের নয়- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সকল মানুষেরই দেশ। করোনাকালে বাড়িতে বসেই রাখি বন্ধন উৎসবে শামিল হোন ভাই ও বোনেরা৷ দাদারা প্রিয় বোনেদের আর ভাইয়েরা প্রিয় দিদিদের রক্ষার্থে তাদের হাত থেকেই আজ নিজের হাতে বেঁধে নেয় রাখি৷ এই উৎসবের শুভলগ্নে দাদা, দিদি, ভাই, বোনেরা পরস্পরকে পাঠিয়ে দিন Latestly বাংলার এই স্টিকারগুলি৷
Message: রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা
Message: 'ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা, হ্যাপি রাখি'
Message: রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা