New Year's Eve 2019: নতুন বছরের আগের দিনটিকে স্বাগত জানিয়ে ডুডুল বানাল গুগল
রাত পোহালেই নতুন বছর (New Year)। আর আজ নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর। বছর শেষের এই দিনটাকে স্বরনীয় করে রাখতে খুশি মত উদযাপন করে গোটা পৃথিবী (World)। বছরটা যেহেতু আর ফিরে আসবে না চাইলেও, তাই এই শেষ দিনে সমস্ত গ্লানি ভুলে চাওয়া-পাওয়া মিলিয়ে ইচ্ছেমত সেলিব্রেট করেন সকলেই। সারা দিন অপেক্ষা সন্ধে বেলায় যেন কয়েক গুনে বেড়ে যায়।
রাত পোহালেই নতুন বছর (New Year)। আর আজ নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর। বছর শেষের এই দিনটাকে স্বরনীয় করে রাখতে খুশি মত উদযাপন করে গোটা পৃথিবী (World)। বছরটা যেহেতু আর ফিরে আসবে না চাইলেও, তাই এই শেষ দিনে সমস্ত গ্লানি ভুলে চাওয়া-পাওয়া মিলিয়ে ইচ্ছেমত সেলিব্রেট করেন সকলেই। সারা দিন অপেক্ষা সন্ধে বেলায় যেন কয়েক গুনে বেড়ে যায়। তাই ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই 'হ্যাপি নিউ ইয়ার'- শব্দবন্ধের সম্মিলিত উল্লাস স্বাগত জানায় নতুন বছরকে। তাই নতুন বছরের আগের দিনটিকে স্বাগত জানাল গুগলও। ডুডুলের মাধ্যমে এক সুন্দর অ্যানিমেশন বানিয়ে শেষ দিনের আনন্দে সামিল হল তাঁরা।
আজকের গুগল (Google) ডুডুলে দেখা যাচ্ছে একটি ব্যাঙ (Frog)। এটি হল 'ফ্রগি দ্য ওয়েদার ফ্রগ।' শহরের সবচেয়ে উঁচু জায়গায় বসে সকলের উল্লাস দেখছে সে। বাঁশি বাজিয়ে নিজেও উল্লাসে মেতেছে। আর পৃথিবীকে এই সুরেই সে বলতে চাইছে- 'হ্যাপি নিউ ইয়ার।' তাঁর সঙ্গী একটি পাখি। ব্যাঙের কাণ্ডকারখানা খুব মন দিয়ে উপভোগ করছে রাত জাগা ওই পরিযায়ী। বলা বাহুল্য, আজ বছর শেষের সঙ্গে সঙ্গেই শেষ হতে যাচ্ছে একটি দশকের। শুরু হচ্ছে ২০২০-২০৩০-এর নতুন দশক। আসছে ২০২০ আবার 'লিপ ইয়ার'ও। অর্থাৎ এই বছর আরও একটি দিন বেশি পাওনা। ৪ বছর পর ফের ক্যালেন্ডারে যোগ হবে '২৯ ফেব্রুয়ারি।' জানা যায়, নতুন বছর উদযাপনকারী প্রথম দেশ হল কিরিবতী। এটি মধ্য প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ। আরও পড়ুন: কামিনী রায়ের ১৫৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানাল গুগুল ডুডুল
বছর শেষের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন সকলেই। নিজের পছন্দের সঙ্গে আজকের রাতটা মনের মত করে উদযাপন করেন। কোথাও সকাল হতেই পিকনিকে (Picknik) মাতেন মানুষজন। কোথাও বা ঘুরতে যাওয়া কাছে পিঠে। কোথাও রাতভর চলে উল্লাস। তবে সকলের শব্দ মিলেমিশে একাকার ১২টা বাজলেই। 'হ্যাপি নিউ ইয়ার (Happy New Year)।'