National Science Day 2023: কেন পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? রইল তারই এক ঝলক তথ্য ও ইতিহাস ছবি বার্তায় আপনাদের জন্য
১৯৮৬ সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন (NCSTC) ২৮ ফেব্রুয়ারিকে 'জাতীয় বিজ্ঞান দিবস' হিসেবে ঘোষণা করার জন্য ভারত সরকারের কাছে দাবি জানায়। সরকারের তরফে সেই প্রস্তাব গ্রহণ করা হয় ও ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়।
national-science-day-2023-quotes-send-these-science-day-messages-via-whatsapp-and-facebook-to-mark-the-discovery-of-the-raman-effect
ভারতের ইতিহাসে (Indian History) একটি গৌরবময় দিন হল ২৮ শে ফেব্রুয়ারি। নোবেল জয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন (Chandrasekhar Venkat Raman) এই দিনে তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ 'রামন এফেক্ট' (Raman Effect) আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি সি ভি রামন (C V Raman) এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন। এরপর ১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ (NCSTC) ভারত সরকারর কাছে ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে। পরবর্তীতে সরকার এই আবেদনের অনুমোদন ও দেয় এবং সেই মত বিগত ৩৬ বছর ধরে এই দিনটিতে পালিত হয়ে আসছে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day)।
মানুষের কাছে বিজ্ঞান ও তার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে পালিত হওয়া এই দিবসে রইল এই দিনের কিছু তথ্য-