Narad Jayanti 2024: মহাবিশ্বের প্রথম সাংবাদিক নারদ! জেনে নিন নারদ জয়ন্তী কবে এবং এই দিনে গুরুত্ব...
নারদ জয়ন্তীতে পালন করা হয় নারদ মুনির জন্মদিন। এই মহাবিশ্বের প্রথম সাংবাদিক হলেন নারদ মুনি, যিনি তিন জগতের তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে পালন করা হয় নারদ জয়ন্তী। ২০২৪ সালে নারদ জয়ন্তী পালন করা হবে ২৪ মে, শুক্রবার।
২০২৪ সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে ২৩ মে সন্ধ্যা ০৭:২২ মিনিটে এবং তিথি শেষ হবে ২৪ মে সন্ধ্যা ০৭:২৪ মিনিটে। উদয় তিথি অনুসারে নারদ জয়ন্তী পালন করা হবে ২৪ মে। নারদ জয়ন্তীতে নিয়ম মেনে পুজো করলে শক্তি ও বুদ্ধি লাভ হয়। এই দিনে শ্রীকৃষ্ণের মন্দিরে বাঁশি দেওয়া খুবই শুভ, এর ফলে জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়।
দেবর্ষি নারদ মুনির জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় নারদ জয়ন্তী। ভগবান বিষ্ণুর মহান ভক্ত বলে মনে করা হয় দেবর্ষি নারদকে। ভগবান বিষ্ণুর এই নারায়ণ রূপকে সত্যের অবতার বলে মনে করা হয়। স্বর্গ, মর্ত, পাতাল তথা ত্রিলোকে যেকোনও সময় যেতে পারতেন নারদ মুনি। মহাবিশ্বে ভ্রমণ করে এক জায়গার তথ্য অন্য জায়গায় সরবরাহ করতেন তিনি। বেশিরভাগ সময় নারদ মুনির এই তথ্যের কারণে বিতর্কের সৃষ্টি হত, তবে এই বিতর্ক হত মহাবিশ্বের ভালোর জন্য।