অপেক্ষা শেষ, হিন্দু ক্যালেন্ডারের একটা বছর শেষ হয়ে শুরু হয়েছে হিন্দু নববর্ষ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে সূচনা হয় হিন্দু নববর্ষের। সাধারণত মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে শুরু হয় চৈত্র মাস। ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র মাস। মান্যতা রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে এই সৃষ্টির সূচনা করেন ব্রহ্মাজী, তাই চৈত্র মাস দিয়েই শুরু হয় হিন্দু নববর্ষ।

হিন্দু ক্যালেন্ডারেও রয়েছে ১২টি মাস, যার মধ্যে প্রথম মাস হল চৈত্র। এরপর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন, কার্তিক, মার্গশীর্ষ, পৌষ, মাঘ এবং শেষ মাস হল ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেমন জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় নতুন বছর, তেমনই চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় হিন্দু নববর্ষ। ইংরেজি ক্যালেন্ডারের ২০২৪ সাল হল হিন্দু ক্যালেন্ডারের নতুন বছর ২০৮১ বর্ষ।

ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং শিখরা যেই ক্যালেন্ডার পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় বিক্রম সংবত। এখানে 'সংবত' শব্দের অর্থ হল বছর। ৫৭ খ্রিস্টপূর্বাব্দে এই পদ্ধতি প্রথম অনুশীলন শুরু করেছিলেন সম্রাট বিক্রমাদিত্য। বিশেষজ্ঞদের মতে, বিক্রম সংবত ২০৮১ সালের অধিপতি মঙ্গল ও শনি, তাই এই বছরে থাকবে অশান্তির ছায়া। ভারতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হলেও দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Pohela Boishakh 2024 Wishes in Bengali: ‘নব আনন্দে জাগো….’, পয়লা বৈশাখে প্রিয়জনদের জানিয়ে দিন শুভ নববর্ষ ১৪৩১-র শুভেচ্ছা

Poila Boishakh 1431 Wishes In Bengali:পয়লা বৈশাখের প্রভাতে বাড়ি বসেই শুভ নববর্ষ-র শুভেচ্ছা পাঠান, শেয়ার করুন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছাপত্রগুলি

Subho Nababarsho 1431 Wishes In Bengali: চৈত্র অবসান হয়ে আসে নতুন বর্ষ, তারই আগমনে অগ্রিম পাঠিয়ে রাখুন শুভেচ্ছাবার্তা

Poila Baishakh 2024: পয়লা বৈশাখে শুরু বাংলা নববর্ষ, এপ্রিল মাসের কবে পয়লা বৈশাখ? জেনে নিন এই বাংলা নববর্ষের গুরুত্ব...

Mesh Sankranti 2024: মেষ সংক্রান্তির দিন শেষ হবে খরমাস, এপ্রিল মাসে কবে মেষ সংক্রান্তি?

Gudi Padwa 2024: কেন পালিত হয় গুড়ি পাড়োয়া? জেনে নিন কবে গুড়ি পাড়োয়া এবং এই উৎসবের গুরুত্ব...

New Year 2024 Dates in Different States: উগাদি, গুড়ি পড়ওয়া, বিষু- প্রতিটি রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় নববর্ষ, জেনে নিন এই উৎসবগুলি সম্বন্ধে বিস্তারিত...

Subho Noboborsho 2024 in Bengali: বাঙালিরা বিভিন্ন উৎসব পালনে ব্যবহার করে বাংলা ক্যালেন্ডার, জেনে নিন কবে শুরু বাঙালিদের নতুন বছর...