Durga Puja 2022: পুজোর উদ্বোধনে ভিন্ন মুডে মুখ্যমন্ত্রী, সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধনে ঢাক বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়াতেও শহরের একাধিক পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন পুজোর উদ্বোধনে ভিন্ন মুডে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

দেবী দুর্গার আবাহনের প্রহর গুনছে রাজ্যবাসী। বাংলায় এখন উৎসবের আমেজ। কলকাতা ও জেলা মিলিয়ে এখনও পর্যন্ত কয়েকশো পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এদিন তৃতীয়াতেও শহরের একাধিক পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন ক ভিন্ন মুডে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ঢাক বাজাতে দেখা গেল তাঁকে, সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিমও।   কাঁসরে সঙ্গত করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।