Mahalaya Wishes In Bengali: রাত পোহালেই মহালয়া, তাঁর আগেই দেবীপক্ষের সূচনায় আত্মীয় পরিজনদের Facebook Whatsapp-এ শেয়ার করুন এই সচিত্র বার্তা

বাঙালিদের কাছে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবীপক্ষের সূচনার এই দিনের ভোরে রেডিয়োতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনা বাঙালি সমাজের একটি প্রচলিত রেওয়াজ। মহিষাসুরমর্দিনী শুনেই যেন শুরু হয়ে যায় বাঙালির দুর্গোত্‍সব।

রাত পোহালেই মহালয়া(Mahalaya 2024) পিতৃপক্ষের অমাবস্যায় পালিত হয় মহালয়া। এদিন প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করা হয় বলে একে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়। এদিন সেই সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশে শ্রাদ্ধ করা হয় যাঁদের মৃত্যুর তিথি জানা নেই বা কোনও কারণে কোনও পূর্ব পুরুষের শ্রাদ্ধ না-করলে এই তিথিতে তাঁদের শ্রাদ্ধ করবেন। মহালয়ার দিনে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন। বাঙালিদের কাছে মহালয়ার (Mahalaya) বিশেষ গুরুত্ব রয়েছে। দেবীপক্ষের সূচনার এই দিনের ভোরে রেডিয়োতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) মহিষাসুরমর্দিনী শোনা বাঙালি সমাজের একটি প্রচলিত রেওয়াজ। মহিষাসুরমর্দিনী শুনেই যেন শুরু হয়ে যায় বাঙালির দুর্গোত্‍সব।

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা৷ মা আসছেন৷ সকল দুঃখ দুর্দশা, কাটিয়ে এবার আলো ফুটবে৷ দেবীপক্ষের সূচনায় তাই আগেভাগেই আত্মীয় পরিজনদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা৷

 

,