নয়াদিল্লিঃ গলার উপর চেপে বসে দুই খুড়তুতো বোনকে(Sister) খুন(Murder) করল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)হাথরসে(Hathras)। মৃতদের মধ্যে একজনের বয়স ১৪ আর একজনের মাত্র ৬। জানা গিয়েছে অভিযুক্তের নাম বিকাশ। বুধবার রাতে কাকা গৌতমের বাড়িতে হানা দেয় বিকাশ। কাকিমাকে আক্রমণ করে এগিয়ে যায় দুই বোনের দিকে। কাকু-কাকিমার সামনে দুই বোনকে খুন করে সে। এমনকী শয্যাশায়ী কাকাকেও ছাড়েনি সে। তাঁকেও মারধর করা হয়। এরপর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ।
উত্তরপ্রদেশের হাথরসে জোড়া খুন
জানা গিয়েছে, হাথরসের কোতয়ালি এলাকার আশীর্বাদ ধাম কলোনিতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাস করতেন ছোটেলাল গৌতম। পেশায় কলেজের অধ্যাপক তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক কারণে বিছানা নিয়েছেন তিনি। কূ-মতলবেই এদিন কাকার বাড়িতে হানা দেয় ভাইপো বিকাশ, এমনটাই অনুমান পুলিশের। সঙ্গে কিছু বন্ধুকেও নিয়ে আসে সে। রাতে একসঙ্গে খাবার খেয়ে সকলে ঘুমোতে যান। এরপরই ব্যাগ থেকে অস্ত্র বের করে আক্রমণ করে বিকাশ। তাকে সাহায্য করে তার বন্ধুরা। কান্নায় চিৎকার করেন গৌরী। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে মৃত্যু হয়েছে দুই কিশোরীর। আহত গৌরীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তদের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।
গলায় চেপে বসে দুই বোনকে খুন, পলাতক অভিযুক্ত খুড়তুতো দাদা
Double Murder in Hathras: Cousin Kills 2 Minor Sisters by Sitting Their Throats, Attacks Their Parents Toohttps://t.co/wapWxPvXEQ#DoubleMurder #Murder #Hathras
— LatestLY (@latestly) January 23, 2025