Mahalaya 2022 Date & Time: হাতে মাত্র কয়েকদিন তাঁর আগে রইল মহালয়ার দিন ক্ষণ, দেখে নিন

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসেবে উদযাপন করা হয়।

(Photo credits : West Bengal Tourism Development Corporation)

সনাতন ধর্মে কোন শুভ কাজ করতে গেলে  প্রয়াত পিতা মাতা সহ পূর্ব পুরুষদের উদ্দেশ্যে এবং সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, অঞ্জলি প্রদান করতে হয় । তর্পণ মানে খুশি করা । ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগেও এইদিনে এমনই করেছিলেন। সেই অনুসারে যারা পিতৃ- মাতৃহীন তাঁরা তাঁদের পিতা, মাতার উদ্দেশ্যে আত্মার শান্তি কামনা করে। সনাতন ধর্ম অনুসারে প্রয়াত আত্মাদের সমাবেশকে মহালয় বলা হয়।এই দিনটিতে তাঁদের স্মরণের মধ্যে দিয়ে আত্মার তৃপ্তি লাভ করানো হয়।

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিনটিই তাই পরিচিত মহালয়া (Mahalaya) নামে। মহালয়ার (Mahalaya) সকালে আকাশবাণীর মহিষাসুরমর্দিনীর পরই বেজে ওঠে দুর্গাপুজার (Durga puja) বাদ্যি।এই বছর কবে এবং কখন মহালয়ার তিথি দেখে নেব এক নজরে-

মহালয়া ২০২২ দিনক্ষণ (Mahalaya 2022 Date & Time)

এই বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার।

মহালয়া ২০২২ অমাবস্যা তিথি (Mahalaya 2022, Amabasya)

২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২/৫৫/৩৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার রাত ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে।

মহালয়া ২০২২ অমৃতযোগ (Mahalaya 2022 Amrito Yog)

দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে।