Maha Shivratri 2023: শিবচতুর্দশীর নির্ঘণ্টম, জানুন দিনক্ষণ ও চার প্রহর পুজোর সময়
প্রতি মাসে একটি করে মাসিক শিবরাত্রি পালিত হলেও পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রীর সংযোগ
একেবারে দোরগোড়ায় শিবরাত্রি। শিবের আরাধনার সবচেয়ে বড় পুজো হল এই শিবরাত্রি (Maha Shivratri 2023)। সারা রাত জেগে ভক্তরা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালেন। দেবী পার্বতী এবং শিবের পুজো করেন। গোটা দেশে জাঁকজমক করে পালিত হয় শিবরাত্রির শুভক্ষণ। শহর, মফঃস্বল থেকে শুরু করে গ্রামে গঞ্জে কুমারী মেয়ে এবং বিবাহিতরা শিবরাত্রির ব্রত পালন করে থাকেন।
প্রতি মাসে একটি করে মাসিক শিবরাত্রি (Masik Shivratri 2023) পালিত হলেও পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রীর সংযোগ (Maha Shivratri 2023)। শিবকে সন্তুষ্ট করতে এবং শিব পার্বতীর আশীর্বাদ লাভের এটিই বিশিষ্ট দিন।
মহাশিবরাত্রির তিথিঃ
চলতি বছরে শিবরাত্রি পড়েছে ১৮ ফেব্রুয়ারি, শনিবার।
শিব চতুর্দশী তিথির সূচনাঃ ১৮ ফেব্রুয়ারি রাত ৮ টা ২ মিনিটে।
শিব চতুর্দশী তিথির সমাপ্তিঃ ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টে ১৮ মিনিটে।
মহাশিবরাত্রির তিথিতে চার প্রহরের পুজোর সময়ঃ
প্রথম প্রহরের পুজোঃ ১৮ ফেব্রুয়ারি, বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ৪২ মিনিট।
দ্বিতীয় প্রহরের পুজোঃ ১৮ ফেব্রুয়ারি, রাত ৮ টা ৪২ মিনিট থেকে রাত ১১ টা ৫০ মিনিট।
তৃতীয় প্রহরের পুজোঃ ১৮ ফেব্রুয়ারি, রাত ১১ টা ৫০ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ২ টো ৫৮ মিনিট।
চতুর্থ প্রহরের পুজোঃ ১৯ ফেব্রুয়ারি, রাত ২ টো ৫৮ মিনিট থেকে ভোর ৬টা ০৬ মিনিট।
ব্রতভঙ্গের সময়ঃ ১৯ ফেব্রুয়ারি, সকাল ৬ টা ০৬ মিনিট থেকে দুপুর ২ টো ৪৩ মিনিট পর্যন্ত।